এসএনইউ এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সকে ধন্যবাদ জানান রুয়ান্ডার হাই কমিশনার। ভারতের সঙ্গে তাঁর দেশের সুসম্পর্কের কথা মনে করিয়ে দেন। সেদিনের ওই গণহত্যার স্মরণে গত ৭ এপ্রিল ভারত সরকারের তরফে কুতুব মিনারকে রুয়ান্ডার পতাকার রঙের আলোয় আলোকিত করার কথা বলেন। তাঁর কথায়, 'আমার বাবা এবং পরিবারের আরও অনেকেই ওই গণহত্যার শিকার। এই স্মরণসভার মধ্য দিয়ে আমরা পরবর্তী প্রজন্মের কাছে এর ভয়াবহতা সম্পর্কে বোঝাতে পারব।'
এদিন রুদ্র চ্যাটার্জি বলেন, 'যারা গণহত্যার শিকার, তারা আমাদের মতো মানুষ। প্রার্থনা করি এরকম ঘটনা যেন আর কোথাও না ঘটে।'
ভয়াবহ এই গণহত্যার প্রভাব কত সুদুরপ্রসারী তা মানুষকে বোঝাতে হবে বলে জানান এসএনইউ'র উপাচার্য।
