সংবাদসংস্থা মুম্বই: ওটিটিতে শুরু হতে চলেছে 'বিগ বস'-এর তৃতীয় সিজন। ২০২১ থেকে ওয়েব প্ল্যাটফর্মে পা রাখার মুহূর্ত থেকেই জনপ্রিয়তার তুঙ্গে 'বিগ বস ওটিটি'। জানা গিয়েছে, এবারের এই শোয়ের অন্যতম সেলেব প্রতিযোগী হতে চলেছেন বলি-অভিনেতা রণবীর শোরে।

আজ্ঞে হ্যাঁ। সূত্রের খবর, গত বছর 'বিগ বস'-এর অন্যতম হেভিওয়েট তারকা প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছিল পরিচালক-অভিনেত্রী পূজা ভাটকে, চলতি বছর সেই জায়গায় 'বিগ বস'-এর ঘরের অতিথি হিসাবে হাজির হচ্ছেন রণবীর শোরে।
প্রসঙ্গত, 'সিং ইজ কিং', 'খোসলা কা ঘোসলা', 'ভেজা ফ্রাই','এক থা টাইগার'-এর মতো বলিউডের একাধিক প্রথম সারির ছবিতে দেখা গিয়েছে রণবীরকে। গত বছর সলমনের সঙ্গে 'টাইগার ৩' তেও পর্দা ভাগ করতে দেখা গিয়েছিল তাঁকে।

রণবীর শোরে ছাড়াও নাকি এই শোয়ের অন্যতম প্রতিযোগী হিসাবে দেখা যাবে ছোটপর্দার অভিনেত্রী সানা সুলতান এবং ইউটিউবার বিশাল পাণ্ডেকে। শোনা যাচ্ছে, সাংবাদিক দীপক চৌরাসিয়া এবং অভিনেত্রী সানা মকবুলের নাম। জোর ফিসফাস, 'ত্রিদেব' ছবির অভিনেত্রী সোনম খানকেও নাকি দেখা যাবে এবারে 'বিগ বস ওটিটি'র ঘরে। এছাড়াও সমাজমাধ্যমে ভাইরাল হওয়া 'বড়া পাও গার্ল' চন্দ্রিকা দীক্ষিতও আসতে পারেন বলে খবর।
জানিয়ে রাখা ভাল, 'বিগ বস ওটিটি'র প্রথম ও দ্বিতীয় সিজনের সঞ্চালকের ভূমিকায় যথাক্রমে করণ জোহর এবং সলমন খানকে দেখা গেলেও চলতি বছরে 'বিগ বস ওটিটি'র সঞ্চালকের ভূমিকা সামলাবেন বলি-তারকা অনিল কাপুর।