নিজস্ব সংবাদদাতা: পরপর ধারাবাহিক শেষের মাঝেই সুখবর নিয়ে এল নতুন ধারাবাহিক। জি বাংলা থেকে স্টার জলসা, দুই চ্যানেলেই শেষ হচ্ছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক। আর অন্যদিকে দুই চ্যানেলেই আসছে নয়া ধারাবাহিক।
এই সপ্তাহেই শেষ হচ্ছে জি বাংলার তিনটি ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা', 'অষ্টমী' এবং 'আলোর কোলে'। অন্যদিকে ইতিমধ্যেই বন্ধ হয়েছে স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’। 

এই সপ্তাহের টিআরপি তালিকাতেও তাই ধরা পড়ল বেশকিছু রদবদল। এবারও এক নম্বরে 'ফুলকি'। ৬.৭ নম্বরে 'ফুলকি' হল এই সপ্তাহেরও 'বাংলা সেরা'। দ্বিতীয় স্থানে ৬.৫ নম্বর পেয়ে রয়েছে 'নিম ফুলের মধু'। 'পর্ণা'-'সৃজন'-এর মাঝে তৃতীয় ব্যক্তি আসায় আরও জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩। চতুর্থ স্থান দখল করল 'গোবর দেবী' আর 'এভি'র কেমিস্ট্রি। 'কথা'র প্রাপ্ত নম্বর ৫.৯। এবার জামাইষষ্ঠী স্পেশ্যাল পর্বে দর্শকের মনোরঞ্জন করল 'জ্যাস' আর 'সয়ম্ভূ'। 'জগদ্ধাত্রী' এবার পঞ্চম স্থানে। প্রাপ্ত নম্বর ৫.৩। 

ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসার দু'টি ধারাবাহিক। 'অনুরাগের ছোঁয়া' ও 'জল থই থই ভালোবাসা'। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.১। সপ্তমে রয়েছে 'গীতা এলএলবি', এতদিনের জায়গা হারিয়ে এই সপ্তাহে 'গীতা'র প্রাপ্ত নম্বর ৫.০।
অষ্টমে ৪.৭ নম্বর পেয়ে রয়েছে 'বঁধুয়া'। ৪.৪ নম্বরে নবম স্থানে রয়েছে স্টার জলসার দুই ধারাবাহিক 'রোশনাই' ও 'উড়ান'। শেষ বেলায় ৪.৩ নম্বর পেয়ে দশমে রয়েছে 'আলোর কোলে'।

আগামী সপ্তাহে জি বাংলায় শুরু হচ্ছে ‘পুবের ময়না’ এবং ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। টিআরপি তালিকায় আগামী সপ্তাহে কি জায়গা করে নেবে এই দুই ধারাবাহিক এখন সেটাই দেখার।