আজকাল ওয়েবডেস্ক: দুদিনের সফরে কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্ব যোগ দিবসে ডাল লেকের কাছে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে যাচ্ছেন মোদি। জানা গিয়েছে, শ্রীনগর নেমে হেলিকপ্টারে বাদামিবাগ যাবেন মোদি। সেখান থেকে যাত্রা করবেন সড়কপথে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ইতিমধ্যেই যান চলাচল সীমিত করে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। রেড জোন এলাকাগুলিতে আগের দিন থেকেই টহল দিচ্ছে এসপিজি। রাজভবন এলাকায় গোটা রাত টহল দিয়েছে এসপিজি এবং নৌবাহিনীর মার্কো কমান্ডো। মোবাইল সিকিউরিটি বাঙ্কার, অত্যাধুনিক অস্ত্র এবং হাই-টেক নজরদারি ডিভাইস নিয়ে শহর জুড়ে শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।