প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ইতিমধ্যেই যান চলাচল সীমিত করে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। রেড জোন এলাকাগুলিতে আগের দিন থেকেই টহল দিচ্ছে এসপিজি। রাজভবন এলাকায় গোটা রাত টহল দিয়েছে এসপিজি এবং নৌবাহিনীর মার্কো কমান্ডো। মোবাইল সিকিউরিটি বাঙ্কার, অত্যাধুনিক অস্ত্র এবং হাই-টেক নজরদারি ডিভাইস নিয়ে শহর জুড়ে শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
