সংবাদসংস্থা মুম্বই: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে বহুদিন আগেই পাড়ি দিয়েছেন তিনি হলিউডে। বর্তমানে 'দ্য ব্লাফ'-এর শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। কিন্তু এর মাঝেই ঘটল বড়সড় বিপদ। হঠাৎ গুরুতর আহত হলেন প্রিয়াঙ্কা। নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর আহত অবস্থার ছবি।
ওই ছবিতে দেখা যাচ্ছে নাক, মুখ থেকে রক্ত ঝরছে অভিনেত্রীর। বিদ্ধস্ত অবস্থা তাঁর। বোঝা যাচ্ছে অ্যাকশন দৃশ্যে ভরপুর এই ছবির শুটিং করতে গিয়েই রক্তাক্ত হন অভিনেত্রী। তবে আপাতত সুস্থ আছেন অভিনেত্রী। নিজের আহত অবস্থার ছবির সঙ্গে মেয়ে মালতির ছবি ও শুটিংয়ের শেষে নিজের অবসর যাপনের কিছু ছবিও এদিন সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত, 'দ্য ব্লাফ'-এর গল্প, যা একজন প্রাক্তন মহিলা জলদস্যুর কথা বলে, যিনি তাঁর পরিবারকে রক্ষা করার দায়িত্ব নেন। প্রিয়াঙ্কাকে কার্ল আরবানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন ফ্রাঙ্ক ই ফ্লাওয়ারস। ভরপুর অ্যাকশনে ঘেরা এই ছবিটি মুক্তি পাবে ওয়েব প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।
এর মধ্যেই খবর, কয়েক বছর আগে নিউইয়র্কে 'সোনা' নামক যে রেস্তোরাঁ শুরু করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই ইতিমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। 'সোনা'র অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। যেখানে জানানো হয়েছে যে অভিনেত্রীর এই রেস্তোরাঁটি আগামী ৩০ জুন বন্ধ হতে চলেছে।
