নিজস্ব সংবাদদাতা: সঞ্জয় লীলা বনশালির অগামী ছবি 'লভ অ্যান্ড ওয়ার'-এ মুখ্য চরিত্রদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে এই ছবি। 'লভ অ্যান্ড ওয়ার'-এ এই প্রথম একসঙ্গে
রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে দেখা যাবে। এবার এই ছবি নিয়ে প্রথমবার মুখ খুললেন আলিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবি প্রসঙ্গে আলিয়া বলেন, " এই ছবি ভীষণ স্পেশ্যাল আমার কাছে। কোন ব্যাপারটা ছেড়ে কোনটা নিয়ে কথা বলব, সেটাই ভাবছি। প্রথমত, সঞ্জয় লীলা বনশালির ছবিতে ফের কাজ করার সুযোগ পেয়েছি। সেটাই আমার কাছে বিরাট ব্যাপার। ওঁর দক্ষ পরিচালনায় একজন অভিনেতা হিসাবে কতটা ঋদ্ধ হওয়া যায়, সে অভিজ্ঞতা আমার আছে। ছবির সূক্ষ্ম বিষয়গুলির প্রতি তাঁর তীক্ষ্ণ নজর থাকে। আর যেভাবে অভিনেতাদের প্রতিটি বিষয়ে তিনি নজর রাখেন তা এককথায় অনবদ্য।
দ্বিতীয়ত, 'সাওয়ারিয়া'র এত বছর পর বনশালি স্যারের ছবিতে দেখব রণবীরকে। একজন দর্শক হিসাবে এই জুটির কাজ দেখার জন্য মুখিয়ে আছি। তৃতীয়ত, রণবীর- ভিকির জুটি। 'সঞ্জু' ছবিতে ওঁদের দু'জনের রসায়ন আজও ভোলেননি দর্শক। ভুললে চলবে না, এর আগে 'রাজি' ছবিতে ভিকির সঙ্গে আমার জুটি কিন্তু বেশ পছন্দ করেছিলেন দর্শক। তাই ভিকির সঙ্গে আরও একবার কাজ করতে পারব ভেবে আমিও বেশ খুশি"।
তবে এর পাশাপাশি 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবির নায়িকা আরও বলেন, "আবেগে ভেসে যাওয়া চলবে না। তাই এই
নানান ব্যাপারে মাথা না ঘামিয়ে মন দিয়ে নিজের কাজটুকু করে যেতে হবে। ছবি যাতে ভাল হয়, শিল্পী হিসাবে মূল লক্ষ্য থাকবে সেটাই"।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫-এ বড়পর্দায় মুক্তি পাবে 'লাভ অ্যান্ড ওয়ার'।
রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে দেখা যাবে। এবার এই ছবি নিয়ে প্রথমবার মুখ খুললেন আলিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবি প্রসঙ্গে আলিয়া বলেন, " এই ছবি ভীষণ স্পেশ্যাল আমার কাছে। কোন ব্যাপারটা ছেড়ে কোনটা নিয়ে কথা বলব, সেটাই ভাবছি। প্রথমত, সঞ্জয় লীলা বনশালির ছবিতে ফের কাজ করার সুযোগ পেয়েছি। সেটাই আমার কাছে বিরাট ব্যাপার। ওঁর দক্ষ পরিচালনায় একজন অভিনেতা হিসাবে কতটা ঋদ্ধ হওয়া যায়, সে অভিজ্ঞতা আমার আছে। ছবির সূক্ষ্ম বিষয়গুলির প্রতি তাঁর তীক্ষ্ণ নজর থাকে। আর যেভাবে অভিনেতাদের প্রতিটি বিষয়ে তিনি নজর রাখেন তা এককথায় অনবদ্য।
দ্বিতীয়ত, 'সাওয়ারিয়া'র এত বছর পর বনশালি স্যারের ছবিতে দেখব রণবীরকে। একজন দর্শক হিসাবে এই জুটির কাজ দেখার জন্য মুখিয়ে আছি। তৃতীয়ত, রণবীর- ভিকির জুটি। 'সঞ্জু' ছবিতে ওঁদের দু'জনের রসায়ন আজও ভোলেননি দর্শক। ভুললে চলবে না, এর আগে 'রাজি' ছবিতে ভিকির সঙ্গে আমার জুটি কিন্তু বেশ পছন্দ করেছিলেন দর্শক। তাই ভিকির সঙ্গে আরও একবার কাজ করতে পারব ভেবে আমিও বেশ খুশি"।
তবে এর পাশাপাশি 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবির নায়িকা আরও বলেন, "আবেগে ভেসে যাওয়া চলবে না। তাই এই
নানান ব্যাপারে মাথা না ঘামিয়ে মন দিয়ে নিজের কাজটুকু করে যেতে হবে। ছবি যাতে ভাল হয়, শিল্পী হিসাবে মূল লক্ষ্য থাকবে সেটাই"।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫-এ বড়পর্দায় মুক্তি পাবে 'লাভ অ্যান্ড ওয়ার'।
