আজকাল ওয়েবডেস্ক:‌ লেবাননের সশস্ত্র জঙ্গি সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নি‌‌চ্ছে ইজরায়েল। ইজরায়েলের সামরিক কর্তারা এই বিষয়ে রীতিমতো হুমকি দিয়েছেন। এদিকে, হিজবুল্লাহও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, ইজরায়েলের সব ধরনের হামলা মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। কোনওভাবেই তারা তেল আভিভকে ছেড়ে কথা বলবে না। 
প্রসঙ্গত, গাজায় ইজরায়েল হামলা শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইজরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে পাল্টা সংঘাত শুরু হয়। এখন তা যুদ্ধের রূপ নিতে যাচ্ছে বলে অনুমান। যদিও 
ইজরায়েল ও লেবানন সীমান্তের উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। 
অন্যদিকে, গাজায় লাগাতার আক্রমণের জন্য ইজরায়েলকে দুষেছে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পর্ষদের এক তদন্ত প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালানোয় হামাস সহ প্যালেস্তাইনি সশস্ত্র সংগঠনগুলোও যুদ্ধাপরাধ করেছে।