আজকাল ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দুদিনের জম্মু ও কাশ্মীর সফরে যাবেন। এ বারের সফরে তিনি ১ হাজার ৫০০ কোটি টাকারও বেশি ৮৪ টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। মোদি শ্রীনগরে যুব শক্তির ক্ষমতায়ন এবং জম্মু-কাশ্মীরের পরিবর্তন বিষয়ক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও তিনি দুহাজারেরও বেশি প্রার্থীকে সরকারি চাকরির নিয়োগ পত্র বিতরণ করবেন। কৃষি ও তার সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিযোগিতা মূলক উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শ্রীনগরে প্রধানমন্ত্রী একটি বিশেষ যোগাসন অধিবেশনে অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন।