কিছুদিন আগেই পরিণীতি চোপড়ার জন্মদিন গিয়েছে। পুরনো ছবি ভাগ করে নিয়ে নতুন বৌকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন রাঘব চড্ডা। রাজনীতিবিদ রাঘবের এই আচরণ পছন্দ হয়েছিল সবার। শুভেচ্ছায় তাঁকে ভরিয়ে দিয়েছিলেন সবাই। এবার নায়িকার পালা। দীপাবলির আগে রাজনীতিবিদের জন্মদিন। মধুচন্দ্রিমার ছবি ভাগ করে নিয়ে মিষ্টি বার্তা দিয়েছেন নায়িকা। বার্তায় দাবি, রাঘব তাঁর স্বামী। পরিণীতির কাছে এটাই উপরওয়ালার সেরা উপহার। সেই পোস্টে এক অনুরাগীর মন্তব্য ভাইরাল। তার সোজাসাপ্টা দাবি, ‘এই প্রথম এক নায়িকার স্বামীকে কাকু টাইপ দেখতে হয়নি!’
সম্প্রতি, দিন কয়েকের ছুটিতে বিদেশ গিয়েছিলেন তারকা দম্পতি। তখনই ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন তাঁরা। বিশেষ দিনে সেই সব বিশেষ মুহূর্তকে ছড়িয়ে দিয়েছেন নায়িকা। পরিণীতাও প্রকাশ্যে এনেছেন তেমন কিছু ছবি। যেখানে কখনও তিনি রাঘবকে জড়িয়ে। কখনও দু’জনে পাশাপাশি পা মেলে বসে আয়েস করছেন। নায়িকার পা মেহেন্দির কারুকাজে রঙিন। বিবরণীতে লিখেছেন, ‘তোমার মন, উপস্থিত বুদ্ধি আমায় অবাক করে। তোমার মূল্যবোধ, সততা, বিশ্বাস আমায় আরও ভাল মানুষে পরিণত করছে। পরিবারের প্রতি তোমায় দায়বদ্ধতা দেখে নতুন করে প্রেমে পড়ছি। তোমার আড়ম্বরহীন জীবন যাপন, ভদ্রতা, আর শান্ত স্বভাব আমার জীবন পূর্ণ করে তুলেছে।’ নায়িকার মতে, রাঘবের জন্মদিন তাঁর জীবনেরও বিশেষ দিন। না হলে তিনি রাজনীতিবিদকে পেতেন না। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ছেলেবেলার বন্ধুকে। নিজের জীবনের সঙ্গে তাঁকে জুড়ে নেওয়ার জন্য।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
সম্প্রতি, দিন কয়েকের ছুটিতে বিদেশ গিয়েছিলেন তারকা দম্পতি। তখনই ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন তাঁরা। বিশেষ দিনে সেই সব বিশেষ মুহূর্তকে ছড়িয়ে দিয়েছেন নায়িকা। পরিণীতাও প্রকাশ্যে এনেছেন তেমন কিছু ছবি। যেখানে কখনও তিনি রাঘবকে জড়িয়ে। কখনও দু’জনে পাশাপাশি পা মেলে বসে আয়েস করছেন। নায়িকার পা মেহেন্দির কারুকাজে রঙিন। বিবরণীতে লিখেছেন, ‘তোমার মন, উপস্থিত বুদ্ধি আমায় অবাক করে। তোমার মূল্যবোধ, সততা, বিশ্বাস আমায় আরও ভাল মানুষে পরিণত করছে। পরিবারের প্রতি তোমায় দায়বদ্ধতা দেখে নতুন করে প্রেমে পড়ছি। তোমার আড়ম্বরহীন জীবন যাপন, ভদ্রতা, আর শান্ত স্বভাব আমার জীবন পূর্ণ করে তুলেছে।’ নায়িকার মতে, রাঘবের জন্মদিন তাঁর জীবনেরও বিশেষ দিন। না হলে তিনি রাজনীতিবিদকে পেতেন না। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ছেলেবেলার বন্ধুকে। নিজের জীবনের সঙ্গে তাঁকে জুড়ে নেওয়ার জন্য।
View this post on Instagram
