রবিবার ২৭ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Abhijit Das: শোকজ চিঠি পাইনি, জানালেন অভিজিৎ

Riya Patra | ১৯ জুন ২০২৪ ১৬ : ১৯Riya Patra



আজকাল ওয়েবডেস্ক: একগুচ্ছ অভিযোগ তাঁর বিরুদ্ধে, সেই অভিযোগের ভিত্তিতেই সাময়িক বরখাস্ত। এই খবরের মাঝেই লোকসভা ভোটে এবার ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি আজকাল ডট ইন-কে জানালেন, শোকজ চিঠি পাননি হাতে। দেখেছেন সংবাদ মাধ্যমে, হোয়াটসঅ্যাপে। সাসপেন্ড বিষয়েও কোনও চিঠি বা মেল দলের তরফে পৌঁছয়নি তাঁর কাছে। কানাঘুষো শোনা গিয়েছিল, মঙ্গলবারের এক বিশেষ বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি। শুধু নিজে অনুপস্থিত ছিলেন তাই নয়, ভোট পরবর্তী হিংসায় দলীয় কর্মীরা ক্রমাগত আক্রান্ত বলে যে অভিযোগ বিজেপি তুলেছে, সেই আক্রান্ত কর্মীদেরও নাকি তিনি বৈঠকে যেতে দেননি। তার মাঝেই রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে। অভিযোগ অভিজিৎ-এর কেন্দ্রেই প্রতিনিধিদের দলীয় কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে। সব মিলিয়ে দলে থেকে দলবিরোধী কাজ, শৃঙ্খলাভঙ্গে তাঁকে অভিযুক্ত করে সাময়িক সাসপেন্ড করেছে বিজেপি। তাঁকে ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে অভিজিৎ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ জানালেন, 'কারোকে শোকজ-সাসপেন্ড করা হলে তা একান্তই দলের অভ্যন্তরীণ বিষয়। আমার কাছে কোনও হার্ড কপি বা মেল আসেনি। হোয়াটসঅ্যাপে একটি চিঠি ঘুরে বেড়াচ্ছে, যা আমাকে পাঠিয়েছেন কেউ কেউ। হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়ানো চিঠিতে শোকজ হয় নাকি? আমার কাছে চিঠি এলেও সেটা বাইরে বেরনোর কথা নয়। অনেক সময় ভুয়ো চিঠি ঘুরে বেড়ায়। আমি চিঠি পেলে সেই চিঠির সঙ্গে এই সমাজমাধ্যমে ঘুরে বেড়ানো চিঠির মিল থাকলে আমি দলকে বলব এই চিঠি যারা ফাঁস করেছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি পদক্ষেপ নেওয়া হোক।' কিন্তু বুধবার তাঁর এলাকাতে যে বিক্ষোভের ছবি ফুটে উঠল, তার কারণ কী? বিজেপি নেতার মতে, 'বিক্ষোভ হয়নি। আমি দাঁতের যন্ত্রণায় কাতর। আমার নির্বাচনী কার্যালয়ে আশ্রয় নেওয়া আক্রান্তরা কেন্দ্রীয় প্রতিনিধি দলের জন্য অপেক্ষা করছিল। শেষে বিপ্লব দেবকে অন্তত ১০ মিনিট সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য অনুরোধ করা হয়। কিন্তু জয়নগরে যাওয়ার তাড়া থাকায় তাঁরা আসেননি।' তবে মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিনিধি দল আমতলা ছাড়ার পরেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, বিক্ষুব্ধরা দলীয় কার্যালয়ে তালা লাগিয়েও দেয়। যদিও সেসবকে 'সংবাদমাধ্যমের বানানো বিক্ষোভ' বলছেন অভিজিৎ।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি প্রৌঢ়ের ...

আদিবাসীদের শিকার পরবে পাল্টা হামলা বন্য শুকরের, হাসপাতালে ভর্তি তিন ...

আরও সহজ হচ্ছে ভারত-বাংলাদেশের বাণিজ্য, পেট্রাপোলে নতুন প্রবেশদ্বার, উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ...

‘ডানা'য় ভাঙা ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত কিশোরের পরিবারকে আর্থিক সহায়তা রাজ্যের...

রাস্তা থেকেই অপহৃত ব্যবসায়ী, উদ্ধারের পর কারণ জেনে অবাক পুলিশ ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, প্রশাসন পাশে আছে, খুশি বাসিন্দারা...

টানা বৃষ্টিতে থিম গলে জল, একদিন পুজো বাড়ানোর আবেদন পাণ্ডুয়ায়...

গড়বেতা থেকে হাইজ্যাক! লরি উদ্ধার হল মগড়ায়

গিয়েছে মোমো চুরি, করা হল সিসিটিভি ফুটেজ দেখে বাইকের ডিটেলস চেক ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, ‘ডানা’ মোকাবিলায় জেগে প্রশাসন...

যে কোনও সময়ে আছড়ে পড়বে ডানা, বৃহস্পতি সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে অন্য চিত্র...

দু'দিন থাকছে জ্বর, তারপর শুরু হচ্ছে হাতে-পায়ে ব্যথা, অজানা জ্বরের প্রকোপে বাড়ছে আতঙ্ক ...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, চুঁচুড়ায় প্রস্তুত রাখা হল হ্যাম রেডিও...

ছাব্বিশে তৃণমূলের হাত ধরতেই কি বামেদের সঙ্গত্যাগ কংগ্রেসের?...

আরও এগিয়ে এল 'ডানা', বাড়ছে গতি, হাওয়া অফিস জানিয়ে দিল ঘূর্ণিঝড়ের গতিবেগ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



06 24