বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ জুন ২০২৪ ১৬ : ১৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: একগুচ্ছ অভিযোগ তাঁর বিরুদ্ধে, সেই অভিযোগের ভিত্তিতেই সাময়িক বরখাস্ত। এই খবরের মাঝেই লোকসভা ভোটে এবার ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি আজকাল ডট ইন-কে জানালেন, শোকজ চিঠি পাননি হাতে। দেখেছেন সংবাদ মাধ্যমে, হোয়াটসঅ্যাপে। সাসপেন্ড বিষয়েও কোনও চিঠি বা মেল দলের তরফে পৌঁছয়নি তাঁর কাছে। কানাঘুষো শোনা গিয়েছিল, মঙ্গলবারের এক বিশেষ বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি। শুধু নিজে অনুপস্থিত ছিলেন তাই নয়, ভোট পরবর্তী হিংসায় দলীয় কর্মীরা ক্রমাগত আক্রান্ত বলে যে অভিযোগ বিজেপি তুলেছে, সেই আক্রান্ত কর্মীদেরও নাকি তিনি বৈঠকে যেতে দেননি। তার মাঝেই রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে। অভিযোগ অভিজিৎ-এর কেন্দ্রেই প্রতিনিধিদের দলীয় কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে। সব মিলিয়ে দলে থেকে দলবিরোধী কাজ, শৃঙ্খলাভঙ্গে তাঁকে অভিযুক্ত করে সাময়িক সাসপেন্ড করেছে বিজেপি। তাঁকে ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে অভিজিৎ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ জানালেন, 'কারোকে শোকজ-সাসপেন্ড করা হলে তা একান্তই দলের অভ্যন্তরীণ বিষয়। আমার কাছে কোনও হার্ড কপি বা মেল আসেনি। হোয়াটসঅ্যাপে একটি চিঠি ঘুরে বেড়াচ্ছে, যা আমাকে পাঠিয়েছেন কেউ কেউ। হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়ানো চিঠিতে শোকজ হয় নাকি? আমার কাছে চিঠি এলেও সেটা বাইরে বেরনোর কথা নয়। অনেক সময় ভুয়ো চিঠি ঘুরে বেড়ায়। আমি চিঠি পেলে সেই চিঠির সঙ্গে এই সমাজমাধ্যমে ঘুরে বেড়ানো চিঠির মিল থাকলে আমি দলকে বলব এই চিঠি যারা ফাঁস করেছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি পদক্ষেপ নেওয়া হোক।' কিন্তু বুধবার তাঁর এলাকাতে যে বিক্ষোভের ছবি ফুটে উঠল, তার কারণ কী? বিজেপি নেতার মতে, 'বিক্ষোভ হয়নি। আমি দাঁতের যন্ত্রণায় কাতর। আমার নির্বাচনী কার্যালয়ে আশ্রয় নেওয়া আক্রান্তরা কেন্দ্রীয় প্রতিনিধি দলের জন্য অপেক্ষা করছিল। শেষে বিপ্লব দেবকে অন্তত ১০ মিনিট সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য অনুরোধ করা হয়। কিন্তু জয়নগরে যাওয়ার তাড়া থাকায় তাঁরা আসেননি।' তবে মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিনিধি দল আমতলা ছাড়ার পরেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, বিক্ষুব্ধরা দলীয় কার্যালয়ে তালা লাগিয়েও দেয়। যদিও সেসবকে 'সংবাদমাধ্যমের বানানো বিক্ষোভ' বলছেন অভিজিৎ।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...