সংবাদসংস্থা মুম্বই: মুক্তির পাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে 'ইশক্ ভিশক্ রিবাউন্ড'। সম্প্রতি এই ছবি সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) থেকে ছাড়পত্র পেয়েছে সব বয়সী দর্শকের জন্য। তবে সূত্রের খবর, সিবিএফসির আধিকারিকদের তরফে এই ছবিতে দুটি বিষয়ে বদলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথমত, নয়া প্রজন্মের প্রেমের গল্পের এই ছবিতে নাকি বেশ কয়েকটি দৃশ্য মধ্যমা দেখিয়েছেন অভিনেতারা, যা অশ্লীল লেগেছে সেন্সর বোর্ডের্র। তাই সেই দৃশ্যে মধ্যমা দেখানোর অংশটিকে ঝাপসা করে দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। দ্বিতীয়ত, ছবিতে একাধিক মদ্যপানের দৃশ্য রয়েছে। সেই সব দৃশ্য পর্দায় চলাকালীন বিধিসম্মত সতর্কীকরণ করার নির্দেশ নাকি দেওয়া হয়েছি সেন্সর বোর্ডের তরফে।

সম্প্রতি, ইশক ভিশক রিবাউন্ড' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করছে হৃতিক রোশনের তুতো বোন পশমিনা রোশন। পশমিনা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রোহিত সরাফ, জিবরান খান এবং নায়লা গ্রেওয়ালকে।