আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় দুই এক পশলা বৃষ্টি হলেও, কলকাতা সহ অধিকাংশ জেলাতেই গুমোট গরম। বর্ষার জন্য চাতক পাখির মতো অপেক্ষা সকলের। যদিও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার তা আরও কিছুটা বাড়বে। তিন থেকে চারদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিহার থেকে অসম বিস্তৃত পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। বর্ষা প্রবেশ করলেও আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না।
আজ থেকে ২৪ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। আগামী তিনদিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গে ২৪ জুন পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার তা আরও কিছুটা বাড়বে। তিন থেকে চারদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিহার থেকে অসম বিস্তৃত পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। বর্ষা প্রবেশ করলেও আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না।
আজ থেকে ২৪ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। আগামী তিনদিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গে ২৪ জুন পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
