নিজস্ব সংবাদদাতা:
ক্রিসমাসের ‌‌মরসুমে বাঙালি ছবিপ্রেমী দর্শকের কাছে দেবের ছবি দেখা প্রায় অভ্যেসে পরিণত হয়েছে। আর এই অভ্যেসের পিছনে অন্যতম কৃতিত্ব যিনি দাবি করতে পারেন তিনি পরিচালক অভিজিৎ সেন। গত ৩ বছরে প্রতিটি ক্রিসমাসে দেব-অভিজিৎ জুটির ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। 'টনিক', প্রজাপতি', 'প্রধান'- তিনটি সিনেমার ক্ষেত্রেই ছবিটা এক।  

চলতি বছরের ক্রিসমাসে কী ছবি আসছে দেব-অভিজিৎ-এর হাত ধরে? আজকাল.ইনকে পরিচালক বলেন, "এটুকু বলতে পারি সামাজিক বিষয় নিয়ে গল্প, যা দর্শককে ভাবাবে। তবে সত্যি কথা বলতে কী এখনও চিত্রনাট্য লেখা শেষ হয়নি। খসড়াটা হয়েছে"। ফিসফাস শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি ফের দেবের সঙ্গে পর্দায় হাজির হবেন মিঠুন চক্রবর্তী? জবাবে পরিচালক বলেন,"মিঠুনদা তো আমার ছবির জন্য গ্রিন সিগন্যাল দিয়েই রেখেছেন। প্রাথমিকভাবে গল্পটা ওঁর ভাল লেগেছে, এটুকুই। কিন্তু ওই যে বললাম চিত্রনাট্য লেখা এখনও শেষ হয়নি। তাই এখনও পাকা কোনও সিদ্ধান্তে আসা হয়নি"। 'প্রজাপতি', 'প্রধান'-এর পর এই ছবির নায়িকা হিসাবে কি দেখা যাবে ধারাবাহিকের জনপ্রিয় কোনও মুখকে? জানা গেল, ছবির প্রধান অভিনেত্রী নিয়ে চিন্তাভাবনা চলছে। পুরো ব্যাপারটাই এখন প্রাথমিক স্তরে রয়েছে। তবে এই ছবির প্রেক্ষাপটেও যে পাহাড় থাকবে, সেকথা অবশ্য জোর গলায় জানালেন 'প্রধান'-এর নির্দেশক। আরও জানা গেল, যদি চিত্রনাট্য দাবি করে তা হলে বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে এই ছবিতে অতিথি শিল্পীর চরিত্রে দেখা যেতে পারে।
একেবারে শেষে পরিচালককে জিজ্ঞেস করা হয়েছিল, ক্রিসমাসের সময়ে নতুন ছবিমুক্তির কথা মাথায় রেখে এগোলে হাতে তো আর সময় বেশি নেই। শুটিং, পোস্ট প্রোডাকশনের প্রচুর কাজ বাকি। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ছবির মুক্তি পাওয়া অসুবিধের হতে পারে কি না? 
পরিচালককে সহাস্যে উত্তর," গত ডিসেম্বরে ক্রিসমাসের সময় মুক্তি পেয়েছিল 'প্রধান'। জানিয়ে রাখি ওই ছবির শুটিং আমরা শেষ করেছি নভেম্বরে। তাই মনে হয় না এবারও কোনও সমস্যা হবে!"