আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোটের নেতা রাহুল গান্ধী এবং শরদ পাওয়ারকে চিঠি লিখলেন রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের সেক্রেটারি বিভব কুমারের ঘটনায় তাঁর যে সম্মানহানি হয়েছে সেই বিষয়েই রাহুল গান্ধী এবং শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা করতে চান তিনি। চিঠিতে স্বাতী লিখেছেন, 'আমার সঙ্গে যে ঘটনা ঘটেছিল আমি তার প্রতিবাদ করেছিলাম। আমি কোনো সমর্থন তো পাইনি, উল্টে আমার চরিত্র তুলে বারবার আক্রমণ করা হয়েছে।

গত এক মাস ধরে বিভিন্ন ভাবে আমাকে আক্রমণ করা হয়েছে। এই বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি।' ইন্ডিয়া জোটকে লেখা চিঠি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন স্বাতী। তিনি এও জানিয়েছেন, ইন্ডিয়া জোটের সমস্ত নেতাদের সঙ্গেই দেখা করতে চান তিনি। নির্বাচনের আগে কেজরিওয়ালের সেক্রেটারির বিরুদ্ধে স্বাতীকে মারধরের অভিযোগ ওঠে। তবে পাল্টা আক্রমণ হানা হয় স্বাতীর ওপরেও। ঘটনায় বিজেপি যোগের অভিযোগ আসে। এর এক মাস পর বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটকে চিঠি লিখলেন রাজ্যসভার সাংসদ।