এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আরও অনেক মৃত্যু হয়েছে। যাদের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের একসঙ্গে হয়ত পুড়িয়ে দেবে।' তিনি বলেন, ৭০ জন আহত এবং তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা ভাল না। রেলমন্ত্রী হিসেবে এর আগে দায়িত্ব সামলেছেন মমতা। এদিন তিনি বলেন, 'দুর্ঘটনা এড়াতে আমি অ্যান্টি কলিশন ডিভাইস তৈরি করে দিয়ে এসেছিলাম।' এদিন মুখ্যমন্ত্রী রেলের বিরুদ্ধে 'উদাসীনতা'র অভিযোগ করেন। তাঁর কথায়, 'রেল যাত্রীদের সুযোগ সুবিধা কমে গিয়েছে। খাবারের মান নেমে গিয়েছে। স্লিপার কোচের বিছানা অপরিষ্কার। রেল তার আগের মাধুর্য নষ্ট করে দিয়েছে। এখন রেলের বাজেট উঠিয়ে দিয়েছে।' দেরিতে যাত্রার জন্য ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, উত্তরবঙ্গে যাওয়ার বিমান পর্যাপ্ত নয়। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রেলের কর্মীদেরও তারা ঠিকঠাক দেখে না।
