নিজস্ব সংবাদদাতা: এক পলকে ২১ বছর এগিয়ে গিয়েছিল সান বাংলার 'সাথী' ধারাবাহিকের গল্প। নায়ক ইন্দ্রজিৎ বসুর নতুন নায়িকা হিসেবে দর্শক পেয়েছিলেন অ্যানমেরী টমকে। গল্পে দেখা যাচ্ছে ইতিমধ্যেই বিয়ে হয়েছে 'ইভান' আর 'মেঘলা'র। বিয়ের পর্বেও ছিল নানা টুইস্ট। মেঘলা ইভানের সঙ্গে মৃত ওম স্যান্যালের চেহারার হুবহু মিল দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন, ইভানকে ওম আর বৃষ্টির হারিয়ে যাওয়া সন্তান হিসেবে অলোকেশ স্যান্যালের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। বাড়িতে ইভান জানায়, সে বিবাহিত। মেঘলার সঙ্গে তাঁর লুকিয়ে বিয়ে হয়েছে। যদিও ঘটনাটা মিথ্যে।
কিন্তু ইভান ইচ্ছাকৃতভাবেই এই মিথ্যেটা বলে। এরপর একটি মন্দিরের সামনে বর কনের বেশে তারা ফন্দি করে বিয়ের মিথ্যেটাই বাড়িতে বজায় রাখবে। কিন্তু এদিকে হঠাৎই মেঘলার সিঁথিতে সিঁদুর পড়িয়ে দেয় ইভান। এরপর তাঁদের জীবনে আসে নানা ওঠাপড়ার মুহূর্ত। কিন্তু মেঘলা বুঝতেও পারেনা সে কখন ধীরে ধীরে ভালবেসে ফেলেছে ইভানকে। এভাবেই
সম্পর্কের টানাপোড়েনে ৮৫০ পর্ব পাড় করে ফেলল সান বাংলার 'সাথী'। দর্শকের কাছে দারুণ সাফল্য পেয়েছে নতুন জুটি অ্যানমেরী ও ইন্দ্রজিৎ।
এখন ধারাবাহিকে দেখা যাচ্ছে ইভানকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। ইভান এখন কোমায়। তাঁর প্রাণ সংশয়ের সম্ভাবনাও রয়েছে। এদিকে মেঘলা মরিয়া হয়ে উঠেছে ইভানকে বাঁচাতে। ইভান কি সুস্থ হয়ে উঠবে? সেই উত্তর মিলবে 'সাথী'র আগামী পর্বে।
কিন্তু ইভান ইচ্ছাকৃতভাবেই এই মিথ্যেটা বলে। এরপর একটি মন্দিরের সামনে বর কনের বেশে তারা ফন্দি করে বিয়ের মিথ্যেটাই বাড়িতে বজায় রাখবে। কিন্তু এদিকে হঠাৎই মেঘলার সিঁথিতে সিঁদুর পড়িয়ে দেয় ইভান। এরপর তাঁদের জীবনে আসে নানা ওঠাপড়ার মুহূর্ত। কিন্তু মেঘলা বুঝতেও পারেনা সে কখন ধীরে ধীরে ভালবেসে ফেলেছে ইভানকে। এভাবেই
সম্পর্কের টানাপোড়েনে ৮৫০ পর্ব পাড় করে ফেলল সান বাংলার 'সাথী'। দর্শকের কাছে দারুণ সাফল্য পেয়েছে নতুন জুটি অ্যানমেরী ও ইন্দ্রজিৎ।
এখন ধারাবাহিকে দেখা যাচ্ছে ইভানকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। ইভান এখন কোমায়। তাঁর প্রাণ সংশয়ের সম্ভাবনাও রয়েছে। এদিকে মেঘলা মরিয়া হয়ে উঠেছে ইভানকে বাঁচাতে। ইভান কি সুস্থ হয়ে উঠবে? সেই উত্তর মিলবে 'সাথী'র আগামী পর্বে।
