শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Bomb : বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত বহরমপুর থানা এলাকা

Sumit | ১৬ জুন ২০২৪ ১১ : ৩৫Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : একটি জনপ্রিয় সমাজমাধ্যমে 'ধর্ষণের' একটি ঘটনাকে পোস্ট করাকে কেন্দ্র করে বচসা।আর তারই জেরে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর থানার অন্তর্গত নিয়াল্লিশপাড়া গ্রাম । অভিযোগ শনিবার রাতে নিয়াল্লিশপাড়ার পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু বিজেপি সমর্থক এসে তৃণমূলের দখলে থাকা একটি ক্লাবে ভাঙচুর চালায়। কিছু তৃণমূল সমর্থক ভাঙচুরে বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ।  
স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় ১৫দিন আগে নিয়াল্লিশপাড়ার একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে এক বিজেপি সমর্থকের বিরুদ্ধে। পরে অভিযুক্ত ওই ব্যক্তিকে বহরমপুর থানার পুলিশ গ্রেফতারও করে। এরপর নিয়াল্লিশপাড়ার এক তৃণমূল সমর্থক নিজের ফেসবুক পেজে এই ঘটনা নিয়ে সোচ্চার হয়ে একটি পোস্ট করেন। আর এই পোস্ট করাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা ।
সৌম্যদ্বীপ ভট্টাচার্য নামে স্থানীয় এক তৃণমূল সমর্থক জানান, তৃণমূল দলের পক্ষ থেকে নিগৃহীতা ওই মহিলাকে ন্যায় বিচার পেতে সাহায্য করা হয়েছিল। সেই আক্রোশ থেকে বিজেপির সমর্থকরা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য জয়ন্ত দে-কে সমাজমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করা শুরু করেন। শনিবার গভীর রাতে রিফিউজি ঘাট এলাকার কিছু বিজেপি সমর্থক এসে আমাদের গ্রামে বোমাবাজি করে এবং বেশ কিছু জায়গায় ভাঙচুর চালায়। আমরা শুনেছি ঘটনাস্থলে পুলিশ এলে তাদেরও ধাক্কাধাক্কি করা হয়েছে। 
স্থানীয় বিজেপি নেতা সৌমেন দাস যদিও বলেন, "এই এলাকার বিভিন্ন বুথে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি লিড দিয়েছে। সেই আক্রোশ থেকে মাঝেমধ্যে আমাদের গ্রামে বোমাবাজি করছে তৃণমূলের দুষ্কৃতীরা। গতকাল রাতেও তৃণমূলের কিছু দুষ্কৃতী জলকালী মোড়ের কাছে বোমাবাজি করে। যদিও পুলিশ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। "
বহরমপুর থানার এক আধিকারিক জানান, বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

স্থলভাগ ছুঁল ঘূর্ণিঝড় ডানা, বৃষ্টিতে তোলপাড় দক্ষিণবঙ্গ, শুরু ঝড়ের দাপট...

ডানার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, ঝড়ের সামনের অংশ এগোচ্ছে ধামারার দিকে...

যে কোনও সময়ে আছড়ে পড়বে ডানা, বৃহস্পতি সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে অন্য চিত্র...

দু'দিন থাকছে জ্বর, তারপর শুরু হচ্ছে হাতে-পায়ে ব্যথা, অজানা জ্বরের প্রকোপে বাড়ছে আতঙ্ক ...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, চুঁচুড়ায় প্রস্তুত রাখা হল হ্যাম রেডিও...

ছাব্বিশে তৃণমূলের হাত ধরতেই কি বামেদের সঙ্গত্যাগ কংগ্রেসের?...

আরও এগিয়ে এল 'ডানা', বাড়ছে গতি, হাওয়া অফিস জানিয়ে দিল ঘূর্ণিঝড়ের গতিবেগ ...

সাগরে আরও শক্তি বাড়াচ্ছে ডানা! ফুঁসছে শেষ আঘাত আনার আগে, দেখুন কোথায় আছে ঘূর্ণিঝড়...

কয়েক মিনিটের ওলটপালট করা ঝড়, ডুবল একের পর এক নৌকো...

মানুষের জন্য কাজ করব, মনোনয়ন জমা দিয়ে বার্তা হাড়োয়ার তৃণমূল প্রার্থী রবিউলের ...

দফায়, দফায় বৈঠক আধিকারিকদের সঙ্গে, খোলা হল কন্ট্রোল রুম, ডানা মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন...

'ডানা'-র ভয়ে একদিনে সৈকত শহর ছাড়লেন ২৫ হাজার পর্যটক! প্রতি ১০ সেকেন্ডে সমুদ্রে উঠছে তিন-চারগুণ ঢেউ, ফুঁসছে মা...

ডানা নিয়ে সতর্ক প্রশাসন, দিঘা -মন্দারমণির সব হোটেল খালি করতে হবে বুধবারের মধ্যেই ...

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর, চাঞ্চল্য ধূপগুড়িতে...

আসছে ঘূর্ণিঝড় ডানা, সতর্কতা হিসেবে ৪২টি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণপূর্ব রেল...

স্বাস্থ্যসাথী কার্ডে নয়া নজির, জেলার হাসপাতালে প্রথম কিডনি প্রতিস্থাপন রাজ্যে...

সুন্দরবন এলাকায় ডানা কত জোরে ঝাপটা মারবে? বুঝে নিতে জরুরি বৈঠকে মন্ত্রী...



সোশ্যাল মিডিয়া



06 24