আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা শক্তি বাড়িয়ে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপ প্রথমে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অভিমুখ নেবে। তবে পরে তা গতি পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরের দিকে আসার সম্ভাবনা। তার প্রভাবেই বৃহস্পতিবার থেকে রাজ্যের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তুরে হাওয়ার প্রভাব বজায় থাকবে রাজ্যে। আপাতত আগামী চারদিন একই রকম থাকবে তাপমাত্রা। কিন্তু ভাইফোঁটার পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা ফের বাড়ার সম্ভাবনা রয়েছে।