মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Italy-Albania: ইন্টারের দুই তারকার গোলে দুরন্ত প্রত্যাবর্তন গতবারের চ্যাম্পিয়নদের

Sampurna Chakraborty | ১৬ জুন ২০২৪ ০২ : ৪৬Sampurna Chakraborty


ইতালি - (বাস্তোনি, বারেল্লা)

আলবেনিয়া - (বাজরামি)

আজকাল ওয়েবডেস্ক: দুর্দান্ত প্রত্যাবর্তন। ২২ সেকেন্ডের মধ্যে এক গোলে পিছিয়ে পড়ে জোড়া গোল। রাজনীতি থেকে খেলা, শক্তিশালী ইতালিয় প্রভাবের অধীনেই থাকল আলবেনিয়া। মাত্র ১০ মিনিট এগিয়ে ছিল লাল জার্সিধারীরা। বাকি সময়টা ইতালির। শনিবার আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপে যাত্রা শুরু করল গতবারের চ্যাম্পিয়নরা। পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল ম্যাচের টার্নিং পয়েন্ট। তাতেই আরও ব্যাকফুটে চলে যায় আলবেনিয়া। তবে শেষদিকে যেভাবে চাপ সৃষ্টি করেছিল, সমতা ফেরার সম্ভাবনা তৈরি হয়। তবে যে আধিপত্য নিয়ে গোটা ম্যাচে খেলল ইতালি, অনেক আগেই গোল সংখ্যা বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলা উচিত ছিল আজুরিদের। একাধিক গোল মিস চিন্তায় রাখবে কোচ লুসিয়ানো স্পালেত্তিকে‌। এখনও পর্যন্ত যে তিনটে ম্যাচ হয়েছে, তাতে ওপেন ফুটবল খেলতে দেখা গিয়েছে জার্মানি, স্পেন, ইতালিকে। বদলে গিয়েছে বিশ্ব ফুটবলের ধারা। এখনও পর্যন্ত তিন ম্যাচেই প্রথমার্ধে সিংহভাগ গোল। অর্থাৎ, রক্ষণ আগলে সতর্কতার মোড়কে মোড়া ফুটবল নয়, প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপাচ্ছে দলগুলো। যা আগে সাধারণত গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকেই দেখা যেত না। তবে আগ্রাসী ফুটবল ইউরোকে আরও আকর্ষণীয় করে তুলছে। 'গ্রুপ অফ ডেথ'এ ক্রোয়েশিয়াকে স্পেন ৩-০ গোলে হারানোর পর আলবেনিয়াকে হারিয়ে গ্রুপ জমিয়ে দিল ইতালি। 

ম্যাচের ২২ সেকেন্ডে গোল। ইউরো কাপের ইতিহাসে দ্রুততম। ভেঙে যায় রাশিয়ার দিমিত্রি কিরিচেঙ্কোর রেকর্ড। ২০০৪ ইউরোতে গ্রিসের বিরুদ্ধে ৬৫ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। এদিন তাঁকে ছাপিয়ে যান আলবেনিয়ার নেদিম বাজরামি। ইতালির ডিফেন্ডারের ভুলে খেলা শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে পিছিয়ে পরে আজুরিরা‌‌। ডিমার্কোর ভুল থ্রো বাজরামির পায়ে পড়ে। ক্ষিপ্রতার সঙ্গে বল দখলে নিয়ে পেনাল্টি বক্সের মধ্যে থেকেই গোলে শট বাজরামির। ডর্টমুন্ডের স্টেডিয়ামে ক্ষণিকের স্তব্ধতা। গতবারের চ্যাম্পিয়নদের শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই পিছিয়ে পড়ার প্রত্যাশা করেনি কেউই। এক মিনিটের মধ্যে সমতা ফেরাতে পারত ইতালি। কিন্তু স্কামাক্কার ব্যাকহিল থেকে বাইরে মারেন পেল্লিগ্রিনি। তবে পিছিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই খেলা ধরে নেয় ইতালি। সমতা ফেরাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১১ মিনিটের মাথায় ১-১ করেন অ্যালেসান্দ্রো বাস্তোনি‌। শর্ট কর্নার থেকে ডি বক্সে বল ভাসান পেল্লিগ্রিনি। স্পট জাম্পে নিখুঁত হেড বাস্তোনি‌র। পাঁচ মিনিটের মধ্যে ২-১। ব্যবধান বাড়ান নিকোলো বারেল্লা। বক্সের ঠিক মাথা থেকে দূরপাল্লার হাফ ভলিতে গোল করেন। জোড়া গোলের পর ম্যাচের দখল পুরোপুরি ইতালিয়ানদের হাতে চলে আসে। একটা সময় তাঁদের পক্ষে বল পজেশন ছিল ৭০ শতাংশ। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আক্রমণে উঠছিল ইতালি। দৃষ্টিনন্দন ফুটবল। 

ম্যাচের ৩৩ মিনিটে তৃতীয় গোল পাওয়া থেকে বঞ্চিত হয় আজুরিরা। গোল লক্ষ্য করে স্কামাক্কার শটে দারুণ সেভ আলবেনিয়ার গোলকিপার থমাস স্ট্রাকোসহার। বল পোস্টে লেগে প্রতিহত হয়। আলবেনিয়ার বক্সে ভয়ঙ্কর দেখাচ্ছিল পেল্লিগ্রিনিকে। তাঁকে কেন্দ্র করেই ইতালির যাবতীয় আক্রমণ গড়ে উঠছিল। ৪০ মিনিটে ব্যবধান বাড়তে পারত। কিন্তু আবার বাঁধ সাধে আলবেনিয়ার কিপার। বিরতির পরও বিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে ইতালি। ম্যাচের রিং মাস্টার পেল্লিগ্রিনি। গোটা মাঠ জুড়ে খেলেন। যাবতীয় আক্রমণের মূলে ছিলেন তিনি। কিছু বিক্ষিপ্ত আক্রমণ বাদ দিলে একতরফা ম্যাচ। শুধু গোল সংখ্যা বাড়াতে পারেনি ইতালি। ম্যাচের শেষলগ্নে সমতা ফেরানোর সুযোগ পায় আলবেনিয়া। রে মানাজের শট ইতালিয় গোলকিপারের বুকে লেগে বেরিয়ে যায়। একটুর জন্য সেই যাত্রায় বেঁচে যায় ইতালি। বড় মঞ্চে এই প্রথম মুখোমুখি ইতালি এবং আলবেনিয়া। আগে চারবার দুই দেশের সাক্ষাৎ হয়েছে। প্রত্যেকবারই জিতেছে ইতালি। সেই ধারাই অব্যাহত থাকল। ২০০৮ সালে লুই ফিলিপ স্কোলারির পর এই প্রথম ইউরোতে ব্রাজিলীয় কোচ। আলবেনিয়ার কোচ সিলভিনহো। কিন্তু ম্যাচ শেষে তাঁর সঙ্গী হতাশা। তবে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াকু ফুটবল তাঁদের মনোবল বাড়াবে। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

অধিনায়ক হওয়ার চিন্তা মাথায় নেই, নেতা হতে চান নাইটদের সবচেয়ে দামি তারকা...

আইসিসির কাছে নতুন শর্ত রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে?...

'বোল্যান্ড যদি কোহলির দুর্বলতা জানে, তাহলে হেডকে কেন...', ভারতের জন্য পরামর্শ কাইফের ...

হেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সিরাজের, কী বললেন কামিন্স? ...

বর্ষসেরা একাদশে নেই মেসি, স্বপ্নের দলে প্রাধান্য রিয়ালের ...

এই কারণেই অ্যাডিলেডে হারতে হল ভারতকে, সাংবাদিক বৈঠকে জানালেন রোহিত ...

আলাদিনের আশ্চর্য প্রদীপ নেভাল মোহনবাগান, নর্থইস্টকে হারিয়ে শীর্ষে সবুজ-মেরুন ...

অ্যাডিলেডে ব্যর্থ কোহলি, ম্যাচ শেষ হতেই চলে গেলেন এই জায়গায়...

রান নেই রোহিতের ব্যাটে, নেতৃত্বের উপরে কি প্রভাব ফেলবে? হিটম্যানের পাশে দাঁড়িয়ে ভাজ্জি বললেন......

ব্যর্থতার রবিবার! বৈভবদের আত্মসমর্পণ, এশিয়াসেরা বাংলাদেশ ...

কিংবদন্তি প্রশাসক প্রদ্যুৎ দত্তকে স্মরণ জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের মিলন উৎসবে...

'নেতৃত্ব ছাড়ার সময় এসেছে আপনার',ভারতের আত্মসমর্পণের পরে কাঠগড়ায় রোহিত...

অ্যাডিলেডে চালকের আসনে অস্ট্রেলিয়া, কোথায় ভুল হল ভারতের, জানালেন পূজারা ...

যত কাণ্ড অ্যাডিলেডে,আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ালেন কোহলি ...

ফিটনেস ছাড়পত্র এল বলে, অস্ট্রেলিয়ার পথে ক্রিকেট কিট, সামিকে নিয়ে পাওয়া গেল বড় আপডেট...



সোশ্যাল মিডিয়া



06 24