আজমল কাসভ। প্রথমে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দি ছিলেন। পরে তাঁকে পুনের ইয়েরওয়াদা জেলে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর ওই জেলেই ঠাঁই হবে এবার মেহুলেরও।
2
9
এপ্রিলে বেলজিয়ামে গ্রেপ্তার হন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কেলেঙ্কারির পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসি। তার আগে, চোকসি সুইজারল্যান্ডে চিকিৎসার অজুহাতে পালানোর চেষ্টা করছিলেন, ঠিক সেই সময়েই বেলজিয়াম পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
3
9
মেহুল চোকসি, তাঁর ভাগ্নে নীরব মোদি, স্ত্রী অমি মোদি ও ভাই নিশাল মোদির সঙ্গে মিলিতভাবে প্রায় ১২,৬৩৬ কোটি টাকার প্রতারণার অভিযোগে অভিযুক্ত। ২০১৮ সালে দেশ ছেড়ে অ্যান্টিগা পালিয়ে যান তিনি এবং সেই দেশের নাগরিকত্ব নেন।
4
9
এরপর গত বছরের ১৫ নভেম্বর বেলজিয়ামে তাঁর স্ত্রীর নাগরিক পরিচয়পত্র ব্যবহার করে ‘F’ রেসিডেন্সি কার্ড সংগ্রহ করেন, যদিও ভারত কিংবা অ্যান্টিগার নাগরিকত্ব তিনি ছাড়েননি।
5
9
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে জানা গেছে, মেহুল চোকসি মানবিক কারণে চিকিৎসার প্রয়োজনে মিথ্যা তথ্য ও নকল নথি দেখিয়ে বেলজিয়াম সরকারের থেকে রেসিডেন্সি কার্ড আদায় করেন। পরে জানা যায়, তিনি বেলজিয়ামে 'F+' রেসিডেন্সি কার্ড পাওয়ার প্রক্রিয়া শুরু করেন, যা তাঁকে রক্ষা দেবে সমর্পণের হাত থেকে। বিষয়টি টের পেয়েই ভারত সরকার তড়িঘড়ি তাঁর প্রত্যর্পণের আবেদন করে।
6
9
বেলজিয়ামের একটি আদালত রায় দিয়েছে যে, চোকসির ভারতে প্রত্যর্পণে কোনও আইনি বাধা নেই।
7
9
একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য, চোকসিকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারের ১২ নম্বর ব্যারাকে রাখা হবে, যার মধ্যে ৪৬ বর্গমিটার এলাকা, দুটি কক্ষ এবং একটি ব্যক্তিগত শৌচাগার রয়েছে।
8
9
তথ্য, ভারত আশ্বাস দিয়েছে যে কেবল চিকিৎসার প্রয়োজনে বা আদালতে হাজিরার জন্য তাঁকে জেল থেকে বের করে আনা হবে।
9
9
একইসঙ্গে জানা গিয়েছে, চোকসিকে যে কারাগার কক্ষে রাখা হবে, সেখানে তিনটি পাখা এবং ছ’টি ঝুলন্ত আলো থাকবে। চারটি জানালা-সহ পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাস প্রবেশ করতে পারবে। নিরাপত্তা এবং ব্যক্তিগত জরুরি অবস্থার জন্য, কারাগারটির বাইরে সর্বক্ষণ নিরাপত্তা মোতায়েন করা হবে।