আজকাল ওয়েবডেস্ক: দূরত্ব মুছে দিয়েছে মুঠোফোন। যোগাযোগ আর উন্নত করেছে প্রযুক্তি। সম্প্রতি আইফোন নিয়ে এসেছে নতুন কিছু ফিচার আইওএস ১৮ ব্যবহারকারীদের জন্য। নতুন এই ফিচার আরও দুর্দান্ত। কীভাবে এটি ব্যবহার করবেন?
১. জি-মেল ব্যবহারকারীরা এতদিন আনন্দে ছিলেন। কারণ সেখানে ইমেল শিডিউল করা যেত। সেই একই বৈশিষ্ট্য নিয়ে এলো আই-মেসেজ। আপনি ড্রাফট তৈরি করে রাখতে পারবেন। এবং মেসেজ কখন নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছবে সেই সময়ও আপনি আগে থেকে নির্ধারণ করে রাখতে পারবেন।
২. ফোন কলের ট্রান্সক্রিপশন ও রেকর্ডিং এখন আরও সহজ। যে সব ব্যবহারকারীরা নির্দিষ্ট ফোন অ্যাপ ব্যবহার করছেন তারা কল রেকর্ড করতে পারবেন অনায়াসেই। নতুন সেই অ্যাপের নাম 'অ্যাপেল ইন্টেলিজেন্স'।
৩. সাধারণ টেক্সট মেসেজের সঙ্গেও পাঠানো যাবে ইমোজি। আরও নিপুণভাবে ব্যবহারকারীরা মেলে ধরতে পারবেন তাঁদের আবেগ।
৪. অ্যাপেল-এর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি-কে আপনি যেকোনো ছবি ও মেসেজ মনে রাখার জন্য ব্যবহার করতে পারবেন।
৫ . কল সার্ভিস না থাকলেও আপনি অন্তত টেক্সট মেসেজে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারবেন। ইমারজেন্সি মেসেজ পাঠাতে পারবেন।
৬. এআই ব্যবহার করে আপনি আপনার ই-মেল নতুনভাবে ড্রাফট করতে পারবেন।
৭. আপনার মোবাইলে অ্যাপের নিরাপত্তা বাড়াতে পারবেন। যাতে অন্য কেউ আপনার ফোনে হাত দিলেও আপনার অ্যাপ দেখতে না পারে।
১. জি-মেল ব্যবহারকারীরা এতদিন আনন্দে ছিলেন। কারণ সেখানে ইমেল শিডিউল করা যেত। সেই একই বৈশিষ্ট্য নিয়ে এলো আই-মেসেজ। আপনি ড্রাফট তৈরি করে রাখতে পারবেন। এবং মেসেজ কখন নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছবে সেই সময়ও আপনি আগে থেকে নির্ধারণ করে রাখতে পারবেন।
২. ফোন কলের ট্রান্সক্রিপশন ও রেকর্ডিং এখন আরও সহজ। যে সব ব্যবহারকারীরা নির্দিষ্ট ফোন অ্যাপ ব্যবহার করছেন তারা কল রেকর্ড করতে পারবেন অনায়াসেই। নতুন সেই অ্যাপের নাম 'অ্যাপেল ইন্টেলিজেন্স'।
৩. সাধারণ টেক্সট মেসেজের সঙ্গেও পাঠানো যাবে ইমোজি। আরও নিপুণভাবে ব্যবহারকারীরা মেলে ধরতে পারবেন তাঁদের আবেগ।
৪. অ্যাপেল-এর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি-কে আপনি যেকোনো ছবি ও মেসেজ মনে রাখার জন্য ব্যবহার করতে পারবেন।
৫ . কল সার্ভিস না থাকলেও আপনি অন্তত টেক্সট মেসেজে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারবেন। ইমারজেন্সি মেসেজ পাঠাতে পারবেন।
৬. এআই ব্যবহার করে আপনি আপনার ই-মেল নতুনভাবে ড্রাফট করতে পারবেন।
৭. আপনার মোবাইলে অ্যাপের নিরাপত্তা বাড়াতে পারবেন। যাতে অন্য কেউ আপনার ফোনে হাত দিলেও আপনার অ্যাপ দেখতে না পারে।
