আজকাল ওয়েবডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর হাতে নতুন অস্ত্র। এই অস্ত্রের ব্যবহার শত্রুপক্ষকে অনেকটাই নাস্তানাবুদ করে দিতে পারে। আত্মঘাতী ড্রোন নাগাস্ত্র ১-র সঠিক ব্যবহারে এবার জোর দিতে চায় ভারতীয় সেনা। দেশীয় পদ্ধতিতে তৈরি এই ড্রোনের ফলে ভারতীয় সেনা যে অনেকটাই বিপক্ষকে কাবু করে দেবে সেকথা বলার অপেক্ষা রাখে না।
জিপিএসের মাধ্যমে শত্রুর উপর আত্মঘাতী হামলা চালাতে পারবে ড্রোনটি। মাত্র ৯ কেজি ওজনের এই মানববিহীন যান ৩০ মিনিট ধরে টানা উড়তে পারে। ১৫ কিমি পর্যন্ত মানব কন্ট্রোলে উড়তে পারে এটি, এছাড়া সর্বোচ্চ ৩০ কিলোমিটার পর্যন্ত অটোনোমাস মোডে উড়তে পারে ড্রোনটি। এবং শত্রুর সন্ধানে মাটি থেকে ২০০ মিটার পর্যন্ত উপরে উড়তে পারবে। শুধু তাই নয়, দিন এবং রাত যে কোনও সময় স্বচ্ছন্দে উড়তে সক্ষম এই নাগাস্ত্র-১। নিজের শরীরে এটি বহন করতে পারে ১ কেজি পর্যন্ত বিস্ফোরক।
জিপিএসের মাধ্যমে শত্রুর উপর আত্মঘাতী হামলা চালাতে পারবে ড্রোনটি। মাত্র ৯ কেজি ওজনের এই মানববিহীন যান ৩০ মিনিট ধরে টানা উড়তে পারে। ১৫ কিমি পর্যন্ত মানব কন্ট্রোলে উড়তে পারে এটি, এছাড়া সর্বোচ্চ ৩০ কিলোমিটার পর্যন্ত অটোনোমাস মোডে উড়তে পারে ড্রোনটি। এবং শত্রুর সন্ধানে মাটি থেকে ২০০ মিটার পর্যন্ত উপরে উড়তে পারবে। শুধু তাই নয়, দিন এবং রাত যে কোনও সময় স্বচ্ছন্দে উড়তে সক্ষম এই নাগাস্ত্র-১। নিজের শরীরে এটি বহন করতে পারে ১ কেজি পর্যন্ত বিস্ফোরক।
