আজকাল ওয়েবডেস্ক: বাবার থেকে ২টাকা নিয়ে দোকান গিয়েছিল বছর ১১'র ফারদিন নবী। তারপর থেকে আর খোঁজ মেলেনি। বৃহস্পতিবার এক বাড়ির শৌচালয় থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মিলল ফারদিনের পচা গলা দেহ। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে ঘটনাস্থল বারাসাতের ১৭ নম্বর ওয়ার্ড। দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজির বিশাল পুলিশ বাহিনী। 

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে বাবার থেকে টাকা নিয়ে দোকান গিয়েছিল ফারদিন। সেটা ছিল রবিবার। বারাসাতের নর্থ কাজীপাড়ার শিশুর আর সন্ধান মেলেনি। আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজ করে না পেয়ে তার পরিবার বারাসাত থানা এবং রেল পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে। সূত্রের খবর বৃহস্পতিবার একটি বাড়ির শৌচালয় থেকে ফাঁস দেওয়া অবস্থায় তার পচাগলা দেহ উদ্ধার হয়। কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা, কারণই বা কী,খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।