মিল্টন সেন: প্রচণ্ড গরমের মধ্যেও দিন থেকে রাত, অবিরাম যানবাহন সামলে চলেছেন ট্রাফিক সার্জেন্টরা। কাজের চাপে নিজেদের যখন নাজেহাল অবস্থা তার মধ্যেও সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দিতে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ কর্মীরা। পথচারীদের হাতে ঠান্ডা জলের বোতল, ওআরএস, গ্লুকোজ তুলে দিয়ে বিরল উদ্যোগ নিল চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া ট্রাফিক গার্ড।


বৃহস্পতিবার চুঁচুড়ার খাদিনা মোড়ে কর্মরত অবস্থায় পুলিশ কর্মীরা পথচলতি মানুষদের হাতে তুলে দিলেন ঠাণ্ডা জলের বোতল। ট্রাফিক ইন্সপেক্টর নিজে বাইক আরোহীদের দাঁড় করিয়ে হাতে তুলে দিয়েছেন জল, গ্লুকোজ। প্রচণ্ড গরমে সাধারণ মানুষ কাজ থেকে সাময়িক বিরতি নিতে পারলেও সেই সুযোগ নেই ট্রাফিক কর্মীদের। কাজের মধ্যেও এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারীরা। দায়িত্বে ছিলেন চুঁচুড়া ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ।