নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় টিকে থাকার লড়াইয়ে আবারও প্রথম স্থানে জি বাংলার 'ফুলকি'। প্রাপ্ত নম্বর‌ ৭.০। ধারাবাহিকের নানা টুইস্টের মিশেলে নায়ক নায়িকার সম্পর্কের রসায়ন দারুণ পছন্দ দর্শকের। তাই আবারও 'বাংলা সেরা'র মুকুট উঠল 'ফুলকি'র মাথায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় স্থানে 'নিম ফুলের মধু'। ৬.৪ নম্বর পেল পর্ণা-সৃজনের গল্প। 'মঞ্জুলিকা'র রূপে পর্ণাকে সুইটিকে জব্দ করতে দেখে বেশ মজাই পেয়েছেন দর্শক। ৫.৯ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার 'কথা'। চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে জি বাংলার দুটি ধারাবাহিক। 'জগদ্ধাত্রী' ও 'কোন গোপনে মন ভেসেছে'। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬। পঞ্চম স্থানে ৫.৪ নম্বর পেয়ে রয়েছে স্টার জলসার 'গীতা এল এল বি'। নতুন বিপদের হাত থেকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে লড়ছে গীতা। তাই দর্শকমনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া', ৫.৩ নম্বর পেয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থান অধিকার করেছে 'জল থইথই ভালবাসা'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.০। অষ্টমে ৪.৮ নম্বর পেয়ে রয়েছে 'রোশনাই'। নতুন হলেও অল্পদিনেই দর্শকমনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। নবমে রয়েছে 'বঁধুয়া', প্রাপ্ত নম্বর ৪.৭। ৪.৬ নম্বর পেয়ে দশম স্থান দখল করেছে নতুন ধারাবাহিক 'উড়ান'।

টিআরপির ওঠাপড়ায় বন্ধের মুখে বেশ কয়েকটি ধারাবাহিক। স্টার জলসা থেকে জি বাংলা, ধারাবাহিক বন্ধের তালিকায় রয়েছে অনেকগুলো ধারাবাহিকের নাম। যেমন, স্টার জলসার 'জল থইথই ভালবাসা' শেষ হয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে। অন্যদিকে জি বাংলার দুটি ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'র শেষ দিনের শুটিং হয়ে গেল। আর অল্প কিছুদিনের মধ্যেই শেষ হবে এই ধারাবাহিক। এছাড়াও মাত্র দু'মাসের মধ্যেই বন্ধের মুখে 'অষ্টমী'। অন্যদিকে আসছে নতুন ধারাবাহিকও। জি বাংলায় আসছে ধারাবাহিক 'পুবের ময়না'। এছাড়াও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার-এর পরিচালনায় আসছে নতুন একটি প্রেমের গল্প।