আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। আগামী বছর যে যে ছুটি রবিবারে পড়েছে সেই ছুটি বাতিল করা হয়নি। সেগুলি আলাদা করে পাবেন কর্মীরা। সারা বছরে মোট ছুটির সংখ্যা ২২টি। তবে বাংলায় রাজ্য সরকারি কর্মীদের ছুটির সংখ্যা আরও বেশি। আঞ্চলিক কিছু উৎসবে বাড়তি ছুটি দিয়ে থাকে রাজ্য সরকার।

স্বামী বিবেকানন্দের জন্মদিন দিয়ে শুরু হচ্ছে ছুটি। শেষ হচ্ছে বড়দিন দিয়ে। প্রজাতন্ত্র দিবস, গুড ফ্রাইডে, রবীন্দ্র জয়ন্তীর দিনগুলো স্বাভাবিকের মত ছুটি দেওয়া হয়েছে। পুজোয় ছুটি পড়ে যাচ্ছে সপ্তমী থেকেই। চলবে লক্ষ্মীপুজো পর্যন্ত। তবে রাজ্য সরকারি কর্মীদর জন্য বাড়তি ছুটি রয়েছে। শিবরাত্রি, শবেবরাত, রাখিবন্ধন, জন্মাষ্টমী, ভাইফোঁটা সহ একাধিক উৎসবে ছুটি রয়েছে। অতিরিক্ত ছুটি রয়েছে পুজোতেও।