নিজস্ব সংবাদদাতা: আবারও বড়পর্দায় পরিচালক রবি কিনাগী। বহু দশক ধরে দর্শককে ভিন্ন স্বাদের ছবি উপহার দিয়ে আসছেন তিনি। এবার আসছেন ভৌতিক গল্প নিয়ে। ছয় বন্ধু পাহাড়ের অজানা জায়গায় বিপদে পড়ে। সেখানেই তাদের সঙ্গে ঘটে নানা ভৌতিক কান্ডকারখানা। গা ছমছমে এই ছবির নাম 'সিক্স টু সিক্স'। ছবির প্রযোজনায় দ্য এস কে ফিল্ম মুম্বই।

গল্পে দেখানো হবে, ছয় বন্ধু উত্তর বঙ্গের পাহাড়ি গ্রামে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। সেই মতো গাড়ি নিয়ে পাড়ি দেয় তারা উত্তরবঙ্গের পথে। হঠাৎই রাতের অন্ধকারে গাড়ির সামনে একটি বাচ্চা মেয়ে এসে পড়ে। অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবে গাড়ি থেকে নেমে তারা দেখে কেউ কোথাও নেই। এরপর রাত গভীর হয়ে যাওয়ায় এক পুরনো প্রাসাদে আশ্রয় নেয় ছ'জন। সেখানে হঠাৎই এক বন্ধু মারা যায়। এরপরও চলতে থাকে নানা ভৌতিক ঘটনা। কী হবে তারপর? এই উত্তর মিলবে রবি কিনাগীর আসন্ন ছবিতে।

সন্ধ্যে ছ'টা থেকে ভোর ছ'টা পর্যন্ত চলা নানা গা ছমছমে ঘটনাকে ঘিরে গল্প এগোবে বলেই ছবির নাম 'সিক্স টু সিক্স'। ছবিতে দেখা যাবে বেশকিছু নতুন মুখকে। ঋতুশ্রী ঘোষ, সঞ্চিতা সিংহ চৌধুরী, রণ সরকার, ত্রিপর্ণা দত্ত, সম্পূর্ণা দত্ত, আব্দুল মান্নান-এর মতো নবাগত নায়ক নায়িকাকে নিয়ে আসছে এই ছবি। প্রযোজনা সংস্থার দাবি ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে রজতাভ দত্তকেও। এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে রজতাভ দত্ত-এর সঙ্গে যোগাযোগ করা হলে, এখনও ছবি প্রসঙ্গে কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

জানা যাচ্ছে, ছবিতে শোনা যাবে শান, আকৃতি কক্করের কন্ঠও। চলতি বছর পুজোর ছবি হয়ে আসছে 'সিক্স টু সিক্স'।