মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মুর্শিদাবাদে বোমাবাজি, গ্রেপ্তার ‌‌চার

Rajat Bose | ১১ জুন ২০২৪ ১৩ : ২৯Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ দুই গোষ্ঠীর সংঘর্ষে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সালার থানার উজুনিয়া গ্রাম। সংঘর্ষের পাশাপাশি হয় বোমাবাজি। যার মাঝে পড়ে গুরুতর আহত হন এক মহিলা। আহত মহিলা মহিমা বিবি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ। তার ফলেই অন্তত ৩০–৪০ টি বোমা পড়ে এলাকায়। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পরেই ভরতপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন এবং প্রাক্তন ব্লক সভাপতি আজহারউদ্দিন সিজারের অনুগামীদের দ্বন্দ্ব তীব্র হয়ে উঠেছে। দু’‌পক্ষেরই অভিযোগ লোকসভা নির্বাচনের সময় বিরোধী গোষ্ঠী কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর হয়ে ভোট করিয়েছেন। 
কিছুদিন আগে সিজারের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে সুমন গোষ্ঠীর বিরুদ্ধে। সোমবার সন্ধে নাগাদ ফের একবার কিছু দুষ্কৃতী সিজারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এরপর রাতের দিকে সিজারের অনুগামীরা পাল্টা বোমাবাজি করে। আহত মহিলার পুত্রবধূ জানান, ‘‌আমরা কোনও রাজনৈতিক দল করি না। শাশুড়ি বাড়িতে বসেছিলেন। আচমকা কিছু দুষ্কৃতী বাড়িতে বোমাবাজি করে। শাশুড়ির দু’‌পায়ে বোমার আঘাত লেগেছে।’‌ 
ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন,‘‌বর্তমান ব্লক সভাপতি সুমন ভরতপুর–২ ব্লকে রাজনৈতিক কাজকর্ম করতে বাধা দিচ্ছেন। সালার কলেজের সভাপতি হিসেবে একটি বৈঠকে যাতে যোগ দিতে না পারি সেজন্য কিছুদিন আগে তিনি প্রশাসনের উপর চাপ তৈরি করেছিলেন। কিন্তু সিজার এবং তাঁর অনুগামীদের সাহায্য নিয়ে সেই বৈঠকে অংশগ্রহণ করি। সেই আক্রোশ থেকে ব্লক সভাপতি সিজারের বাড়িতে হামলা চালানোর পর গ্রামে বোমাবাজি করেছে সুমনের অনুগামীরা।’‌ 
যদিও বর্তমান ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ‘‌বিধায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওখানে যা হয়েছে তা সম্পূর্ণ একটি গ্রাম্য বিবাদ। যদিও সেই বিবাদে আমাদের দলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন ব্লক সভাপতি জড়িত রয়েছেন।’‌ হুমায়ুনকে কলেজে ঢুকতে ‘‌বাধা’‌ দেওয়া প্রসঙ্গে ব্লক সভাপতি বলেন, ‘‌ওই কলেজে বৈঠকের নামে মাঝে মধ্যেই টাকা খরচ করে খাওয়া দাওয়া হয়। তাই কলেজ অধ্যক্ষ্যকে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিকে ওই বৈঠকগুলোয় রাখতে অনুরোধ করেছিলাম।’‌‌ সালার থানার এক আধিকারিক জানিয়েছেন বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’‌পক্ষের চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।





বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...

ধূপগুড়িতে দেশী বাজনার প্রতিযোগিতা, তুলে ধরা হল রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি...

রবিবারেও ভাসছে বাংলা, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে...

মাকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর ছেলের মৃত্যু ...

বিজেপির বড়সড় ভাঙন মথুরাপুরে! শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে...

উর্বরতার উৎসবে সাতদিনের ব্রত, ডায়না-জলঢাকায় বিসর্জন করম পূজার...

ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, হাড়হিম ঘটনা বীরভূমে...

শুরু হল আজকাল প্রোপার্টি ফেয়ার, প্রথম দিনেই অপ্রত্যাশিত সাড়া...

আজ থেকে হাওড়া-তারকেশ্বর এবং আরামবাগ শাখায় বন্ধ থাকছে ৮টি লোকাল ট্রেন ...

জনসাধারণকে উৎসবে, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান তৃণমূল সাংসদ রচনার ...

জেলা লোকশিল্পী সম্মেলন হল হুগলিতে



সোশ্যাল মিডিয়া



06 24