রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | হরিয়ানার কৃষকদের পাশে তৃণমূল, মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে কথা

Riya Patra | ১০ জুন ২০২৪ ১৯ : ১৩Riya Patra


বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: হরিয়ানা-পাঞ্জাব সীমানা সংলগ্ন খানাউরি গ্রামে গিয়ে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। সোমবার সকালে দিল্লি থেকে খানাউরিতে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন, সাংসদ দোলা সেন, নাদিমূল হক, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। কৃষকদের সামনে দলনেত্রী মমতা ব্যানার্জির সিঙ্গুরের জমি আন্দোলন এবং ২৬ দিন অনশন থেকে শুরু করে কৃষক ও ভূমিরক্ষার জন্য লড়াইয়ের কথা তুলে ধরেন তৃণমূল সাংসদরা। এরপরেই টেলিফোনে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেন কৃষকরা। তাঁদের দাবিদাওয়া এবং কৃষক পরিবারের সন্তানের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে লোকসভা ও রাজ্যসভায় সরব হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কৃষক পরিবারের সন্তান শুভকরণ সিং এর। সেই ঘটনা নিয়ে এদিন সকালে কৃষকদের বিক্ষোভস্থল খানাউরি যান তৃণমূলের ৫ সাংসদ। কৃষকদের তাঁরা জানান, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই তাঁদের বিক্ষোভস্থলে আসা। তৃণমূলের তরফে মমতা ব্যানার্জির অতীতের বিভিন্ন লড়াই এবং সংগ্রামের কথা তুলে ধরা হয়। এই প্রথমবার নয়। এর আগে লখিমপুর খেরিতে বিজেপি নেতা অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের গাড়িতে চাপা পড়ে কৃষকদের মৃত্যুর ঘটনার পর সেখানে গিয়ে নিহত কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল। খানাউরি পৌঁছানোর পর, বিক্ষোভস্থলের তাঁবুতে তৃণমূল নেতাদের নিয়ে যান কৃষক নেতারা। সেখানে থাকা ট্রাক্টর এবং অন্যান্য সরঞ্জাম দেখানো হয় কৃষকদের তরফে। মোট ৬ জন কৃষক নেতা তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে কথা বলেন। এরপর মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে কথা বলেন কৃষক নেতা জগজিত সিং দাল্লেওয়াল।

তৃণমূল সাংসদরা তাঁদের পাশে থাকার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন কৃষক নেতা দাল্লেওয়াল। তিনি টেলিফোনে মমতা ব্যানার্জিকে বলেন, "আমরা আপনার কাছে আমাদের দাবিপত্র পাঠানোর কথা ভাবছিলাম। আপনি দলের সাংসদদের পাঠিয়েছেন, তারজন্য আপনাকে অনেক ধন্যবাদ।" তিনি বলেন, "যেখানে আমাদের ঘরের ছেলে শহিদ হয়েছে সেই জায়গা আপনার দলের সাংসদের দেখিয়েছি। যে সমস্ত গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, সেই জায়গাও দেখিয়েছি।" মমতা ব্যানার্জি পাল্টা কৃষক নেতাদের বলেন, "বিজেপি সরকার আপনাদের ওপর এত আক্রমণ চালানোর পরেও যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারজন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আপনাদের অনেকজন শহিদ হয়েছেন, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আপনাদের সঙ্গে আমরা কাজ করতে চাই, একসঙ্গে লড়াই করতে চাই। আপনাদের যা দাবি আছে, আমাদের কাছে রাখুন। আমরা সরকারে আসিনি ঠিকই, তবে এই সরকার নড়বড়ে। আপনারা আন্দোলন চালিয়ে যান। প্রয়োজনে আমিও যাব আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে।"

শুভকরণ সিং এর মৃত্যুর পর পদক্ষেপ সম্পর্কে জানতে জাতীয় মানবধিকার কমিশনে চিঠি লিখেছিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। সেই বিষয়টি তৃণমূল সাংসদরা কৃষক নেতাদের জানান। কৃষকদের তরফে এমএসপি আইনি করার দাবির পাশাপাশি মনরেগা প্রসঙ্গও তোলা হয়। মনরেগা নিয়ে দেশজুড়ে সমস্যা রয়েছে, সেগুলিও তোলা হয় কৃষক নেতাদের তরফে।




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

পান পাতার ছোট্ট গণেশ বানিয়ে চমকে দিলেন শিল্পী, বানাতে কতক্ষণ সময় লাগল? ...

ছাপোষা বেশে হাতেনাতে ধরা পড়ল সিরিয়াল কিলাররা, হাড়হিম হত্যাকাণ্ডের নেপথ্যে তিন মহিলাই ...

গাড়িতে সজোরে ধাক্কা বেপরোয়া বাসের, উত্তরপ্রদেশে মৃত বেড়ে ১৭, শোকপ্রকাশ মোদি-যোগীর ...

ভারি বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল ভবন, মৃত ৪, আটকে বহু ...

শীঘ্রই আসছে...

Bajrang Punia: ‘ব্রিজভূষণ দেশদ্রোহী, বিজেপি তাঁকে সমর্থন করছে’, এবারে পাল্টা আক্রমণ বজরং পুনিয়ার...

Anti Rape Bill: 'অপরাজিতা' বিলে তৎপর রাজভবন, রাজ্যপালের সইয়ের পর বিল গেল রাষ্ট্রপতির কাছে...

ISRO: চাঁদের মাটিতে ভূমিকম্প কী কারণে? অশনি সংকেত নয় তো? কী বলল ইসরো? ...

দিনেরবেলা ফুটপাতে মহিলাকে ধর্ষণ! বিজেপিকে তুলোধনা তৃণমূলের...

জোশীমঠের আতঙ্ক ফিরে এল বাগেশ্বরে, উত্তরাখণ্ডে বহু বাড়িতে দেখা দিল ফাটল, আতঙ্কে বাসিন্দারা ...

গণপতিকে উপহার অনন্ত আম্বানির, কত কোটির সোনা উপহার পেলেন সিদ্ধিদাতা?...

পর্যটনে বিরাট পদক্ষেপ, ত্রিপুরা সরকারের এই প্রচেষ্টা সবাইকে তাক লাগাবে ...

RG Kar Incident: আরজি কর মামলার পরবর্তী শুনানি কবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট...

প্রার্থীদের নাম ঘোষণা হতেই হরিয়ানা বিজেপিত কোন্দল, একের পর এক মন্ত্রী দল ছাড়তে শুরু করেছেন ...

অথৈ জল, নিজের জীবন বাজি রেখে সন্তানকে ঝুড়িতে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন বাবা...

ক্রিকেট থেকে সরাসরি রাজনীতিতে, বিশ্বজয়ী ক্রিকেটার যোগ দিলেন বিজেপিতে ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



06 24