আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে তীব্র চাঞ্চল্য ক্যানিংয়ে। হাসপাতালের গেটের বাইরে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল দুই সদ্যোজাতর দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাসপাতালের ‘মাতৃমা’ বিল্ডিংয়ের গেটের পাশ থেকে দেহ দুটি উদ্ধার হয়। স্থানীয়রা দেখতে পেয়েই খবর দেয় পুলিশে। হাসপাতাল সূত্রে খবর, মেনকা সর্দার নামে এক প্রসূতি মৃত যমজ বাচ্চা প্রসব করেছিলেন বৃহস্পতিবার। মৃত শিশুদুটিকে তুলে দেওয়া হয়েছিল পরিবারের হাতে। অভিযোগ, প্রসূতির শাশুড়ি মুক্ত সর্দার মৃত বাচ্চাগুলোকে হাসপাতালের গেটের বাইরে আবর্জনার স্তূপে ফেলে দিয়ে গেছেন। যদিও মৃত শিশুদের মা এখনও ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ওই মহিলার শাশুড়ির খোঁজ শুরু করেছে। জানা গিয়েছে, ওই মহিলার আগেও একটি সন্তান হয়েছিল। সেও মারা যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ।
