সংবাদসংস্থা মুম্বই: বলিউডে বেশ অনেকদিন ধরেই চলছে অভিনেত্রী তৃপ্তি দিমরির প্রেমের গুঞ্জন। চর্চিত প্রেমিক স্যাম মার্চেন্ট-এর সঙ্গে মুম্বই সংবাদমাধ্যমের লেন্সে মাঝেমধ্যেই ধরা পড়েন জুটিতে। সম্প্রতি ফের একবার স্যাম মার্চেন্টের সঙ্গে লেন্সবন্দি তৃপ্তি। চর্চিত জুটির ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বৃষ্টির দিনে মুম্বইয়ের এই রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন তৃপ্তি ও স্যাম। সেখান থেকে বেরোতেই যুগলে ধরা পড়েন তাঁরা। বরাবরের মতো মিষ্টি হেসে উঠে পড়েন একই গাড়িতে।
পেশায় ব্যবসায়ী স্যাম মার্চেন্ট। রেস্তোরাঁ আছে স্যামের। গোয়াতে ওয়েটার বিচ লাউঞ্জ ও গ্রিলেরও মালিকও তিনি। বলিউড তারকাদের সঙ্গেও ভাল যোগাযোগ আছে স্যামের। বলিউডে কান পাতলে জোর গুঞ্জন, পরস্পরকে নাকি ডেট করছেন তৃপ্তি ও স্যাম। যদিও এই বিষয়ে মুখ খোলেননি দু'জনের কেউই।
এর আগেও বান্দ্রার একটি স্টোরের বাইরে লেন্সবন্দি হন তৃপ্তি এবং স্যাম। যদিও পাপারাৎজ্জিদের দেখে বাকি আর পাঁচটা দিনের মতোই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অভিনেত্রী। এর আগে অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তখনও গোপনেই রেখেছিলেন নিজের প্রেম প্রসঙ্গ। আগামীতে অভিনেত্রীকে করণ জোহরের 'ধড়ক ২'-এ দেখা যাবে। এছাড়াও 'ভুলভুলাইয়া ৩'-এও দেখা যাবে তাঁকে। এমনকী সৌরভ গঙ্গোপাধ্যায়-এর বায়োপিক ডোনা গাঙ্গুলির চরিত্রে দেখা যেতে পারে তৃপ্তিকে।
