নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'বধুয়া' ধারাবাহিকে স্বামী বা শ্বশুর বাড়ি নিয়ে খুব একটা খুশি নন পর্দার 'রনিতা' অর্থাৎ অলকানন্দা গুহ। তবে বাস্তবে স্বপ্নের মত স্বামী ও শ্বশুর বাড়ি পেয়েছেন এই অভিনেত্রী। জামাইষষ্ঠীর আগেই শ্বশুরবাড়িতে বৌমাষষ্ঠী খেলেন অলকানন্দা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেইসব ছবি।
২০২২ এর ২১ ফেব্রুয়ারি পরিচালক মনোজিৎ মজুমদারের সঙ্গে নতুন জীবন শুরু করেন অলকানন্দা। এই বছর দ্বিতীয়বার বৌমা ষষ্ঠীর আয়োজন করা হলো শ্বশুর বাড়িতে। এই দারুন অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন তিনি নিজেই। আজকাল ডট ইন-কে অলকানন্দা জানিয়েছেন,"আসলে এটা তৃতীয়বার বৌমাষষ্ঠী হওয়ার কথা, কিন্তু গত বছর অসুস্থ থাকায় তা হয়নি। আমার শ্বশুর বাড়িতে ছেলে ও মেয়েদের জন্য সমান সমান নিয়ম। সেই কারণেই বৌমাষষ্ঠী। শুধু তাই নয় আমি রান্না করতে পারলেও শ্বশুরবাড়িতে রান্না করেন মনোজিৎ। এই বছর দারুণভাবে পালন করলাম বৌমা ষষ্ঠী"। বৌমা অলকানন্দার জন্য রান্না করা হয়েছিল একাধিক পদ।
অলকানন্দার কথায়, ভাত, শুক্ত, মাছের মাথা দিয়ে ডাল, পোলাও, সরষে পাবদা, চিংড়ির মালাইকারি, রুই কালিয়া, খাসির মাংস, চাটনী, মিষ্টি সহ আরও অনেক কিছু। অভিনেত্রী জানান, "প্রত্যেক বছরই দিনটা দারুন কাটে। আজ দিনটা ভাল ছিল তাই জামাইষষ্ঠীর আগেই আয়োজন করা হয়, সঙ্গে ননদের সাধের অনুষ্ঠানও হয়।" সব মিলিয়ে দ্বিতীয় পরিবারের সঙ্গে দারুণ মজা করে দিনটা কাটালেন অলকানন্দা।
