নিজস্ব সংবাদদাতা: টলিউডে ব্যাপক পরিচিতির পর এবার দক্ষিণী ছবির দুনিয়ায় অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। বরুণ কোরাকোন্ডা পরিচালিত 'হোয়াট দ্য ফিশ' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। সেখানে সুস্মিতার চোখে রহস্যের ছাপ ধরা পড়ল। ছবিতে তাঁর চরিত্রের নাম 'রেনে'। এই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। ভরপুর অ্যাকশনে মোড়া এই ছবিতে থাকছে থ্রিলারের ছোঁয়াও।
ছবিতে সুস্মিতার চরিত্র নিয়ে পরিচালকের কথায়, "এই চরিত্রের জন্য সুস্মিতাকেই যোগ্য মনে হয়েছিল। এর আগে ওঁর কাজ আমি দেখেছি। আমার এই ছবির চিত্রনাট্যতে 'রেনে'র চরিত্রটা অসম্ভব ভালভাবে ফুটিয়ে তুলেছে সুস্মিতা।"
দক্ষিণী ছবিতে প্রথম কাজ নিয়ে আজকাল ডট ইন-কে সুস্মিতা জানান, "আমি বরাবরই চেয়েছি সব ধরণের ভাষায় কাজ করতে। এই সুযোগটা আমার কাছে সত্যিই খুব বিশেষ। ছবিতে সবাই দক্ষিণী তারকা। আমি একাই বাঙালি। তাই খুব ভাল লাগছে। আগস্ট মাস থেকেই শুরু হবে শুটিং। নিজেকে সেই জন্য প্রস্তুত করছি।"
ছবির গানের দায়িত্বে রয়েছেন শক্তিকান্ত কার্তিক। 'হোয়াট দ্য ফিশ' বেশ কিছু ভাষায় গোটা বিশ্বের দরবারে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে সুস্মিতার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী নিহারিকা কোণিডেলা এবং অদিতি কর্ণওয়াতকে।দক্ষিণী ছবিতে অভিনয়ের পর এবার বলিউডেও ডেবিউ করতে চলেছেন সুস্মিতা। তবে এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী।
