নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী মানসী সিনহা আবার পরিচালকের আসনে। 'এটা আমাদের গল্প' ছবির মাধ্যমে তাঁর পরিচালনায় হাতেখড়ি।
প্রথম পরিচালিত ছবিতে বাস্তবের কঠিন কথাগুলো সহজ করে বলে দিয়েছেন মানসী। একাকীত্ব, চাপা কষ্ট, চোখের জল সব রকমের অনুভূতি ছবিতে থাকলেও কমেডির বাঁধনে ছবিটি দেখলে মন ভাল করে। 'এটা আমাদের গল্প' বক্স অফিসেও পেয়েছে দারুণ সাফল্য। দর্শকের ভালবাসায় জয় হয়েছে পরিচালক 'মানসী সিনহা'র। সেই সাফল্যের পথেই আবারও হাঁটতে চলেছেন তিনি। আসছে তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি। প্রযোজনায় আরও একবার থাকছেন শুভঙ্কর মিত্র। তবে জানা যাচ্ছে, ছবিতে সম্ভবত অভিনয় করতে দেখা যাবে আর্য দাশগুপ্তকে সহ আরও অনেককে। এই বিষয়ে আর্য দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলে আজকাল ডট ইন-কে জানান, "আমায় বিশেষ চরিত্রে ভাবা হচ্ছে এই ছবিতে। সম্ভবত আমার বিপরীতে নায়িকাও থাকছেন। এর চেয়ে বেশি কিছু এখনই বলতে পারব না।" এই বিষয়ে মুখ খুলতে নারাজ পরিচালক মানসী সিনহা। সূত্রের খবর, ছবির মুখ্য চরিত্রে অপরাজিতা আঢ্য, শাশ্বত চট্টোপাধ্যায়কেইভাবা হচ্ছে। ছবিতে বহুদিন পর দেখা যেতে পারে দেবিকা মুখোপাধ্যায়কে। জানা যাচ্ছে, চলতি বছর অগাস্ট মাস থেকেই শুরু হবে ছবির শুটিং।

এর আগে 'এটা আমাদের গল্প'-এ দুটো মানুষের মিলন শুধু নয় দুটো পরিবারের মিলন দেখিয়েছেন মানসী। তাঁর পরিচালিত প্রথম ছবি তিনি উৎসর্গ করেছিলেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ছবির শুরু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি দিয়ে। এক লহমায় পরাবাস্তব থেকে এতদিন পর বাস্তবে যেন ফিরে এলেন সৌমিত্র। এবার নতুন ছবিতে কোন বিশেষ চমক রাখেন তিনি সেই অপেক্ষায় দর্শক। ধাগা প্রোডাকশনের তরফে ছবির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে ২০ জুন। সেই সঙ্গে থাকবে আরও চমক। পুজোয় ছবির মহাযুদ্ধে আসছে এই ছবি না বড়দিনের উপহার হতে চলেছে তা ক্রমশ প্রকাশ্য।