নিজস্ব সংবাদদাতা: বিয়ের সাজে থাকুক খাঁটি বাঙালিয়ানা। বেজে উঠুক 'সপ্তপদী'র সুর, আলোর রোশনাইতে। 
বিয়ে প্রত্যেক মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সামাজিক এই অনুষ্ঠানে বাঁধা পড়ে দুটো পরিবারের মানুষ, দুটো মানুষের আবেগ। তাই তো বাঙালি বিয়ে নিয়ে এত আড়ম্বর, আয়োজন।

 
 'সপ্তপদী' একেবারেই নতুন একটি ধারণা। ব্রাহ্ম বিয়ের রীতি মেনেই এই আয়োজন। মণ্ডপ সজ্জা থেকে শুরু করে বিয়ের মালা, বর-কনের সাজ পোশাক থেকে শুরু করে বিয়ের বড়কর্তা, সকলের সাজেই এখানে নতুনত্বের ছোঁয়া। এই বিয়েতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আলপনা ও ফুলের সাজ। 'সপ্তপদী'তে রঙের গুরুত্বও অনেক। তাই অভিষেক বেছে নিয়েছেন সাদা ও মাটি রং।

 
অভিষেকের কথায়, ''আমি এমন একটা ব্রাইডাল কালেকশন করতে চেয়েছিলাম যেটা হবে খুব সিম্পল, ক্লাসি ও ইউনিক। ইশা আর গৌরব এখানে নিখুঁত এমব্রয়ডারি ও সূক্ষ সুতোর কাজের শাড়ি ও পাঞ্জাবিতে সেজেছে। বাকিদের পোশাকও নতুন ধরনের। সব কিছুই তৈরি হয়েছে তসরের উপরে।'' 


সাবেকি হলেও বিয়ের গয়নার কালেকশন এখানে রাজকীয়। আর এই বিয়ের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে রবিঠাকুরের গান ও সংস্কৃত মন্ত্রপাঠ।