আরএসএসের হাত ধরে রাজনৈতিক জীবনের শুরু। এরপর রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, পরে রাজ্য বিজেপির সভাপতি পদে ছিলেন। ২০১৬ সালে খড়্গপুর সদরের বিধায়ক এবং পরে ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন। প্রায় ৮৯ হাজার ভোটে জিতেছিলেন তিনি। কিন্তু এবার সেই কেন্দ্র থেকে সরিয়ে নতুন পিচে তাঁকে নামায় দল।
বরাবরই কটুক্তি, কু-মন্তব্যের জন্য বিতর্ক সৃষ্টি করেছেন দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে নির্বাচন কমিশন, কাউকেই বাদ দেননি। তাঁর 'রগড়ে দেওয়া' থেকে 'পুঁতে দেওয়া' উবাচ, কোনওটাই জনতার নজর এড়ায়নি। এবার আর বরদাস্ত করেননি আম জনতা। উত্তর দিলেন লোকসভা নির্বাচনে।
