আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক ঝামেলার জের। চার নাবালক সন্তানকে খুন করল মা। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার বারমের জেলায় নৃশংস হত্যাকাণ্ডটি ঘটিয়েছে ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, চার সন্তানকে জলের ট্যাঙ্কে ফেলে দিয়ে খুন করেছে সে। মৃত শিশুদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। খুনের পর নিজের জলের ট্যাঙ্কে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে।
মহিলার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। হাসপাতাল থেকে ছাড়া পেলে কী কারণে এই চরম পদক্ষেপ করল তা ঘিরে জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পরিবারে নিত্যদিন অশান্তি হত। এই ঝামেলার কারণেই চার সন্তানকে খুন করেছে মহিলা।
রবিবার বারমের জেলায় নৃশংস হত্যাকাণ্ডটি ঘটিয়েছে ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, চার সন্তানকে জলের ট্যাঙ্কে ফেলে দিয়ে খুন করেছে সে। মৃত শিশুদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। খুনের পর নিজের জলের ট্যাঙ্কে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে।
মহিলার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। হাসপাতাল থেকে ছাড়া পেলে কী কারণে এই চরম পদক্ষেপ করল তা ঘিরে জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পরিবারে নিত্যদিন অশান্তি হত। এই ঝামেলার কারণেই চার সন্তানকে খুন করেছে মহিলা।
