আজকাল ওয়েবডেস্ক: বাড়তি ওজন নিয়ে কপালে কম বেশি ভাঁজ পড়ে সকলেরই। ওজন বেশি মানেই ওবেসিটি, আর তা থেকে হাজারও রোগ হওয়ার সম্ভাবনা। পাশাপাশি ৩০ পার করলেই ত্বকের জেল্লা হারাতে শুরু করে। এই অবস্থায় পুষ্টি ও জীবনধারা খুব গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞের মতে এই একটা ফলেই আপনি পেতে পারেন একাধিক সমস্যার সমাধান। সেটি কী? অ্যাভোকাডো। এই ফলের গুণ অনেক। 
১. অ্যাভোকাডোতে আছে সোডিয়াম ও পটাসিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ব্রেকফাস্টে আপনি যদি এই ফল খান সারাদিন থাকবেন ফুরফুরে।
২. এই ফল ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য আদর্শ। কারণ এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার। 
৩. এতে আছে বিটা-সিটোস্টেরল। এই প্রাকৃতিক উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হার্টের স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে এই ফল। 
৪. এই ফলের অ্যান্টিইনফ্ল্যামেটরি গুণ শরীরে প্রদাহ ও ব্যথা কমাতেও উপকারী।
৫. বিভিন্ন শারীরিক উপকারিতার পাশাপাশি এই ফল চোখের জন্যেও ভাল। 
৬. শুধু তাই নয়, এই ফলের পুষ্টিগুণ ত্বকের জেল্লা ফেরাতে কার্যকরী।
৭. এর ফোলেট, মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে।