নিজস্ব সংবাদদাতা: বাংলা চলচ্চিত্র জগতের নক্ষত্র ঋতুপর্ণ ঘোষ। তাঁর অকালপ্রয়াণ আজও মেনে নিতে পারেননি তারকারা। কাছের মানুষ 'ঋতুদা'-কে হারিয়ে আজও স্মৃতির পাতায় মলিন হয়নি তাঁর স্মৃতি। ঋতুপর্ণ ঘোষের প্রয়াণ দিবসে
অভিনেত্রী অপরাজিতা আঢ্য সোশ্যাল মিডিয়ায় জানালেন কেমন কাটছে তাঁর 'ঋতু'হীন বছরগুলো।
ঋতুপর্ণর সঙ্গে দুটি ছবির কোলাজ সোশাল মিডিয়ায় শেয়ার করেন অপরাজিতা। সেই সঙ্গে জুড়ে দেন আবেগঘন লেখাও “কতদিন হয়ে গেল তাই না ঋতুদা? আমায় তোমার মনে আছে এখনও? আমার কিন্তু তোমায় রোজ মনে পড়ে। 'অ্যাকশন', 'কাট'-এর জগৎ পেরিয়ে তুমি আমায় অন্তরে অন্তরে ভাবিয়ে তোলো। অভিভাবক, বন্ধু, পরিচালক সব কিছু পেরিয়ে, সেই মানুষটাকে খুঁজি সিনেমা পাড়ার কোনায় কোনায়। সেই যে আমায় সাহস দিয়েছিল এগিয়ে যাওয়ার, সেই মানুষ যাঁর সঙ্গে দেখা হলেই মন খুশি, অপরিসীম পরিপূর্ণতা। কোথায়? কোথায় সেই মানুষ? এখন তোমার অপা অনেক বড় হয়ে গেছে ঋতুদা, সেই ছোটটি নেই জানো তো।। আমি ঠিক আছি, যেখানেই থাকো ভাল থেকো।” লেখেন অভিনেত্রী।
সিনেপ্রেমীদের কাছে আজও বিস্ময়কর ঘটনা ঋতুপর্ণ ঘোষের অকালপ্রয়াণ। তাঁর সৃষ্টি সিনেমা অমূল্য সম্পদ হয়ে এভাবেই থেকে যাবে অনুরাগীদের কাছে।
