বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: পিএম কিষান প্রকল্পের ১৭তম কিস্তির টাকা দেওয়া হবে লোকসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর। ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ এবং ৪ জুন ফল প্রকাশ। তারপরেই পিএম কিষান প্রকল্পের ১৭তম কিস্তির টাকা দেওয়া হবে বলে সূত্রের খবর। এই প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষককে প্রতিমাসে ২,০০০ টাকা করে দেওয়া হয়। বছরে তিনবার এই কিস্তির টাকা দেওয়া হয়। সব মিলিয়ে একজন কৃষক প্রতিবছর পান ৬,০০০ টাকা।
  
গত ফেব্রুয়ারিতে পিএম কিষান প্রকল্পের ১৬তম কিস্তি প্রদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৮ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের যাবৎমল থেকে ৯ কোটি কৃষকের জন্য মোট ২১ হাজার কোটি টাকা প্রদান করেন তিনি। ২০২৩ সালের ১৫ নভেম্বর কিষান প্রকল্পের ১৫তম কিস্তি প্রদান করা হয়। এপ্রিল-জুলাই, আগষ্ট-নভেম্বর এবং ডিসেম্বর-মার্চ এই তিন সময়ে পিএম কিষান প্রকল্পের টাকা দেয় কেন্দ্রীয় সরকার।