সংবাদসংস্থা মুম্বই: নতুন রূপে অভিনেতা গজরাজ রাও। এর আগে অজয় দেবগনের বিপরীতে 'ময়দান' ছবিতে দেখা মিলেছিল তাঁর। পার্শ্ব চরিত্রে অভিনয় করেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। এবার তিনি ধরা দিচ্ছেন একেবারে অন্য চরিত্রে।

আসছে পরিচালক অরবিন্দ বব্বলের নতুন ছবি। ছোটপর্দার পরিচালক এবার হাত পাকাচ্ছেন বড় পর্দায়। এর আগে বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছেন অরবিন্দ। আর এই ছবির মাধ্যমেই হিন্দি চলচ্চিত্র জগতে হতে চলেছে তাঁর হাতেখড়ি। সূত্রের খবর, ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে কোর্ট রুম ড্রামাকে কেন্দ্র করে আসছে এই ছবিটি। ইতিমধ্যেই ছবির প্রথমভাগের শুটিং শেষ হয়েছে বলে খবর। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাজেশ তেলঙ্গ, তাঁর বিপরীতে থাকছেন অভিনেত্রী সাক্ষী তানওয়ার। ছবিটি হতে চলেছে সম্পূর্ণ পারিবারিক ধাঁচের। ছবিতে এমন কিছু ঘটনা উঠে আসবে যা দর্শকদের ভাল লাগতে বাধ্য বলেই আশাবাদী ছবির নির্মাতা।