শনিবার ২৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | SC: আবেদন খারিজ শীর্ষ আদালতে, নির্দিষ্ট দিনেই তিহার জেলে ফিরতে হবে কেজরিওয়ালকে

Sumit | ২৯ মে ২০২৪ ১৩ : ৫৭Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ফের তিহার জেলেই যেতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। স্বাস্থ্যের অবনতির অজুহাত দেখিয়ে কেজরিওয়াল সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন আরও সাত দিন বাড়ানোর আবেদন জানিয়েছিল। তবে বুধবার সর্বোচ্চ আদালত কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিয়েছে। অর্থাৎ ২ জুন তিহার জেলেই ফিরতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল ১০ মে। সেখানেই ২ জুন ফের তিহার জেলে আত্মসমর্পণের কথা বলে দেওয়া হয়েছিল। মঙ্গলবারই সুপ্রিম কোর্ট এই আবেদনের দ্রুত শুনানি খারিজ করে দেয়। সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি কেজরিওয়ালের হয়ে জানিয়েছিলেন তাঁর মক্কেলের শারীরিক পরিস্থিতি ঠিক নয়। তিহার জেল কর্তৃপক্ষ সঠিকভাবে তাঁর দেখভাল করছেন না। তবে তাঁর আবেদন শুনল না শীর্ষ আদালত। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে আদালতে এই সিদ্ধান্তের মধ্যেই পাঞ্জাবে আপ প্রার্থীর হয়ে প্রচার করেন কেজরিওয়াল। সেখানে তিনি বলেন, ৪৫ ডিগ্রি গরমে মানুষের এই সভা প্রমাণ করে দিচ্ছে পাঞ্জাব বিজেপিকে উত্তর দিতে তৈরি। এখানে ১৩ টি আসনেই জিতবে আপ। লোকসভা নির্বাচনের সাতটি দফার শেষ দফা শনিবার। পাঞ্জাবেও সেদিন ভোট হবে। ফল ঘোষণা ৪ জুন।  




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24