আজকাল ওয়েবডেস্ক: কয়েক কোটি টাকার জাল মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ একটি গাড়ি বাজেয়াপ্ত করল ডালখোলা আবগারি দপ্তর। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ডালখোলা থানার রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার সুশিলাপুরের একটি বাড়িতে ডালখোলা এক্সসাইজ স্টেশনের আইসি সুদীপ্ত দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই বাড়ি থেকে প্রায় ৪,৬০০ লিটার মদ তৈরির জন্য ব্যবহৃত স্পিরিট, ১২০০ লিটার বিভিন্ন বিদেশি ব্রান্ডের তৈরি করা জাল মদ, কেমিক্যাল, হলোগ্রাম, মদের খালি বোতল উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা হয় একটি গাড়িও।
আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ডালখোলা থানার রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার সুশিলাপুরের একটি বাড়িতে ডালখোলা এক্সসাইজ স্টেশনের আইসি সুদীপ্ত দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই বাড়ি থেকে প্রায় ৪,৬০০ লিটার মদ তৈরির জন্য ব্যবহৃত স্পিরিট, ১২০০ লিটার বিভিন্ন বিদেশি ব্রান্ডের তৈরি করা জাল মদ, কেমিক্যাল, হলোগ্রাম, মদের খালি বোতল উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা হয় একটি গাড়িও।
