আজকাল ওয়েবডেস্ক: তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। মঙ্গলবারের তুলনায় বুধবার আরও খানিকটা বাড়ল তাপমাত্রা। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি জেলায় জেলায়। আবহাওয়ার পরিবর্তন কবে?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে, শনিবার ফের রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আবারও তাপমাত্রা সামান্য কমতে পারে।
দক্ষিণবঙ্গে গুমোট গরম থাকলেও, উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।