নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দায় আসছে নতুন জুটি। বলাই বাহুল্য সেই সঙ্গে আসছে নতুন সিরিয়ালও। সান বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'বসু পরিবার'। এই ধারাবাহিকের মাধ্যমেই সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় ও শ্রীমা ভট্টাচার্যকে জুটি বাঁধতে দেখবেন দর্শক। সম্পূর্ণ পারিবারিক গল্প নিয়ে এগোবে 'বসু পরিবার'।

নতুন চরিত্র নিয়ে শ্রীমা জানান, "আমার চরিত্রের নাম নীলা। সে খুব সাহসী, সৎ একটি মেয়ে। তার জীবনে অনেক টানাপোড়েন রয়েছে তবুও সে মানুষের পাশে দাঁড়াতে ভালবাসে। 'বসু পরিবার'-এ নীলার চরিত্রটি খুব অন্যরকম। আমি এই ধরনের চরিত্রে আগে অভিনয় করিনি, তাই খুব আশাবাদী।"

ধারাবাহিকে দেখানো হবে 'অঞ্জনবাবু' 'বসু পরিবার'-এর কর্তা। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। স্ত্রী মিনাক্ষী, তিন ছেলে এবং দুই মেয়ে নিয়ে তাঁর ভরা সংসার। ছেলে-মেয়েদের বড় করে তুলতে কোনও ত্রুটি রাখেননি তিনি। ছেলে-মেয়েরা সবাই আজ সুপ্রতিষ্ঠিত। শুধু ছোটছেলে এখনও নিজের পায়ে দাঁড়াতে পারেনি। ছোটছেলে দীপ্তেশের চরিত্রে রয়েছে, সৌরজিৎ। তবে দীপ্তেশ খুবই ভাল ছেলে। পাড়ার সবাই তাকে ভালবাসে।

যে ছেলেদের ওপর এত বল-ভরসা 'অঞ্জনবাবু'র, পরিবারে এক দুর্ঘটনায় ছেলেদের আসল চেহারা প্রকাশ পায়। শুধু 'দীপ্তেশ' রয়ে গেল বাবা-মায়ের পাশে। বসু পরিবারের ভাঙন ঠেকাতে দীপ্তেশ পাশে পায় নীলাকে। 'দীপ্তেশ'-'নীলা' দু'জনে কি পারবে 'বসু পরিবার'-এর ভাঙন ঠেকাতে? এই উত্তর মিলবে ধারাবাহিকের

গল্পে।