নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'চিনি'। নায়িকা বদলের জন্য এই ধারাবাহিক শিরোনামে উঠে এসেছিল। এখন আবারও 'চিনি' উঠে এল লাইম লাইটে। সিরিয়ালে আসছে মোড় ঘোরানো মুহুর্ত। এবার সিরিয়ালের নায়িকা অর্থাৎ 'চিনি'-কে শায়েস্তা করতে 'অনুরাগের ছোঁয়া' থেকে আসছে 'মিশকা' আর তাঁর দোসর 'কথা'র 'ম্যান্ডি'।

প্রথমে এই সিরিয়ালের প্রোমোতে দেখা গিয়েছিল, নিয়তির টানে রায়চৌধুরী বাড়িতে হাজির হয় চিনি। প্রথমবার রায়চৌধুরীদের রাজপ্রসাদ বাড়ি দেখে অবাক হয়ে যায় সে। বাড়িতে আসতেই মনে পড়ে যায় তার আগের জন্মের কাহিনী। পুনর্জন্ম নিয়ে এগিয়েছে এই ধারাবাহিকের গল্প। এরপর ধীরে ধীরে নায়ক-নায়িকার সম্পর্কের টানাপোড়েন উঠে আসে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে, 'হেমাঙ্গিনী' স্মৃতি হারায়। 'অপালা' এবার ঠিক করে, একা 'চিনি'-কে জব্দ করতে পারছেনা সে। তাই এবার চাল হবে আরও বড়। সেই ভেবেই, 'চিনি'-কে বিপদে ফেলতে, 'মিশকা' আর 'ম্যান্ডি'-কে ডাকে সে। এদিকে 'চিনি' চাইছে, যেভাবে হলেও 'হেমাঙ্গিনী'র এই স্মৃতি চলে যাওয়ার নাটককে সবার সামনে ভেস্তে দিয়ে সত্যিটাকে প্রকাশ করতে। 'চিনি' কি পারবে তিনজন খল নায়িকার বিরুদ্ধে লড়তে? কীভাবে 'অপালা'র ডবল ধামাকা চালের, উত্তর দেবে 'চিনি'? জানতে হলে নজর রাখতে হবে ২৯-৩০ মে রাত ১০:৩০টায় স্টার জলসায় 'চিনি'-তে।