আজকাল ওয়েবডেস্ক: টিটাগড়ে ফের শুটআউট। বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে যুবকের। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম মহম্মদ হাসান। বুধবার ভর সন্ধে বেলায় আচমকা কয়েকজন মহম্মদ হাসানের বাড়ির সামনে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি বিদ্ধ হয় যুবক। তৎক্ষণাৎ তাকে স্থানিয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কে বা কারা এবং ঠিক কোন কারোণে যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল তা জানা যায়নি এখনও। তবে জানা গিয়েছে মহম্মদ হাসান নিজে মাদক পাচার মামলায় জেলবন্দী ছিল। জামিনে মুক্তি পেয়েছিল সে। তারপরেই বুধবার গুলি চলেছে তার বাড়ির সামনে।