সংবাদসংস্থা মুম্বই : ওজেম্পিক এবং ওয়েগোভির মতো জনপ্রিয় ডায়াবেটিস এবং ওজন কমানোর ওষুধগুলি গ্যাস্ট্রো প্যারালাইসিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। দাবি নতুন গবেষণার। এই সমস্যা গ্যাস্ট্রোপরেসিস নামেও পরিচিত। এটি পেটের পেশীগুলিকে দুর্বল করে দেয়, যার ফলে খাবার প্রধান পাচন অঙ্গে দীর্ঘক্ষণ থেকে যায়। এই ওজেম্পিক ওষুধ কখনও কখনও ওজন কমানোর জন্য সুপারিশ করেন চিকিৎসক। যদিও এটি এই উদ্দেশ্যে এফডিএ-অনুমোদিত নয়। ওয়েগোভি এবং ওজেম্পিক উভয়ই প্রোটিন সেমাগ্লুটাইড যুক্ত ইনজেকশন। এই অ্যান্টি-ডায়াবেটিক এবং ওজন কমানোর ওষুধগুলি, জিএলপি-ওয়ান রিসেপ্টর অ্যাগোনিস্ট বা জিএলপি-ওয়ান অ্যানালগ হিসাবে পরিচিত।
গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সমস্যার প্রাথমিক উপসর্গ বমি এবং ডায়রিয়া। নতুন গবেষণায় দেখা গিয়েছে গ্যাস্ট্রোপেরেসিস, ইলিয়াস এবং তীব্র প্যানক্রিয়াটাইটিসও ঘটতে পারে এই ধরনের ওষুধের ব্যবহার থেকে।
কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই বিষয়ে একটি সমীক্ষা হয়েছে। ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত ১.৮৫ লক্ষ রোগীকে শনাক্ত করে ১ ডিসেম্বর, ২০২১ এবং ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে জিএলপি-ওয়ান অ্যানালগগুলি সুপারিশ করা হয়েছিল। প্রায় ০.৫৩ শতাংশ রোগীদের গ্যাস্ট্রোপরেসিস দেখা গিয়েছে। গবেষণা দল অনুমান করেছে যে এই অবস্থার ঝুঁকি ৬৬ শতাংশ বেড়েছে। ০.৫৫শতাংশ রোগীর মধ্যে কোলেসিস্টাইটিস (পিত্তথলির প্রদাহ) দেখা গিয়েছে। এছাড়াও জিএলপি-ওয়ান অ্যানালগ-নির্ধারিত রোগীদের ০.০৪ শতাংশ ড্রাগ-প্ররোচিত প্যানক্রিয়াটাইটিস তৈরি হয়েছে। তবে এই সমীক্ষার ফলাফল চূড়ান্ত, তেমনটা দাবি করেননি গবেষকরা।
ওজেম্পিক এবং ওয়েগোভির মত ওষুধ আপনার শরীরকে কীভাবে প্রভাবিত করছে সেটা জানতে ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না।
গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সমস্যার প্রাথমিক উপসর্গ বমি এবং ডায়রিয়া। নতুন গবেষণায় দেখা গিয়েছে গ্যাস্ট্রোপেরেসিস, ইলিয়াস এবং তীব্র প্যানক্রিয়াটাইটিসও ঘটতে পারে এই ধরনের ওষুধের ব্যবহার থেকে।
কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই বিষয়ে একটি সমীক্ষা হয়েছে। ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত ১.৮৫ লক্ষ রোগীকে শনাক্ত করে ১ ডিসেম্বর, ২০২১ এবং ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে জিএলপি-ওয়ান অ্যানালগগুলি সুপারিশ করা হয়েছিল। প্রায় ০.৫৩ শতাংশ রোগীদের গ্যাস্ট্রোপরেসিস দেখা গিয়েছে। গবেষণা দল অনুমান করেছে যে এই অবস্থার ঝুঁকি ৬৬ শতাংশ বেড়েছে। ০.৫৫শতাংশ রোগীর মধ্যে কোলেসিস্টাইটিস (পিত্তথলির প্রদাহ) দেখা গিয়েছে। এছাড়াও জিএলপি-ওয়ান অ্যানালগ-নির্ধারিত রোগীদের ০.০৪ শতাংশ ড্রাগ-প্ররোচিত প্যানক্রিয়াটাইটিস তৈরি হয়েছে। তবে এই সমীক্ষার ফলাফল চূড়ান্ত, তেমনটা দাবি করেননি গবেষকরা।
ওজেম্পিক এবং ওয়েগোভির মত ওষুধ আপনার শরীরকে কীভাবে প্রভাবিত করছে সেটা জানতে ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না।
