নিজস্ব সংবাদদাতা :
আজ, ২৫ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। কিছু দিন আগেই ছিল ২৫শে বৈশাখ। কবিপক্ষের সেই রেশও কাটেনি এখনও। তাই 'প্ৰাক্তন' অভিনেত্রীর ভাবনায় মিলে মিশে গেলেন তাঁর দুই প্রিয় কবি। দুই কবির ভাবনা, তাঁদের দর্শন ও মনন এবার নাচের মধ্যে দিয়ে তুলে ধরলেন অপরাজিতা আঢ্য ও তার নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র শিল্পী আর্ট দ্য রিদম-এর ছাত্রছাত্রীরা।
শুক্রবার বেহালা শরৎ সদনে 'রবি কিরণে নজরুলের দোলা' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছিল অপরাজিতার নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র। নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অপরাজিতা ও মালা সেন। তার বিশেষ পর্ব হিসেবে নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়। টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি নৃত্য প্রশিক্ষণে মন দিয়েছেন অপরাজিতা। তাঁর সোশ্যাল মিডিয়াতে সেই প্রতিফলন স্পষ্ট। ইতিমধ্যে সদ্য মুক্তিপ্রাপ্ত 'এটা আমাদের গল্প' ছবিতে তাঁর অভিনয় দেখে আপ্লুত অনুরাগীরা।
অনুষ্ঠান প্রসঙ্গে অপরাজিতা বলেন, ''রবিঠাকুর, নজরুল ইসলাম তো শুধু আমাদের বাঙালি জীবনের অঙ্গ নন। তাঁরা আমাদের জীবনের সঙ্গে সমার্থক। যখনই আমি রবি ঠাকুর বা বিদ্রোহী কবিকে নিয়ে কাজ করি, তাঁদের সৃষ্ট সাহিত্য পড়ি, একটা অন্যরকম অনুপ্রেরণা পাই। সেখান থেকেই এই অনুষ্ঠানের ভাবনা। তবে ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা, রিহার্সাল করার ধৈর্য্য, এবং মালা ও ঈপ্সিতার মত মানুষদের পাশে পাওয়া- এগুলো না হলে এই অনুষ্ঠান এতটা সফল হতো না, সে বিষয়ে আমি নিশ্চিত। এই সফলতার আনন্দ আমাদের সকলের। এই আনন্দ তাই সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। ভবিষ্যতে আরও অনেক কাজ একসঙ্গে করতে পারব, সে বিষয়ে আমি খুবই আশাবাদী।”
আজ, ২৫ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। কিছু দিন আগেই ছিল ২৫শে বৈশাখ। কবিপক্ষের সেই রেশও কাটেনি এখনও। তাই 'প্ৰাক্তন' অভিনেত্রীর ভাবনায় মিলে মিশে গেলেন তাঁর দুই প্রিয় কবি। দুই কবির ভাবনা, তাঁদের দর্শন ও মনন এবার নাচের মধ্যে দিয়ে তুলে ধরলেন অপরাজিতা আঢ্য ও তার নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র শিল্পী আর্ট দ্য রিদম-এর ছাত্রছাত্রীরা।
শুক্রবার বেহালা শরৎ সদনে 'রবি কিরণে নজরুলের দোলা' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছিল অপরাজিতার নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র। নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অপরাজিতা ও মালা সেন। তার বিশেষ পর্ব হিসেবে নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়। টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি নৃত্য প্রশিক্ষণে মন দিয়েছেন অপরাজিতা। তাঁর সোশ্যাল মিডিয়াতে সেই প্রতিফলন স্পষ্ট। ইতিমধ্যে সদ্য মুক্তিপ্রাপ্ত 'এটা আমাদের গল্প' ছবিতে তাঁর অভিনয় দেখে আপ্লুত অনুরাগীরা।
অনুষ্ঠান প্রসঙ্গে অপরাজিতা বলেন, ''রবিঠাকুর, নজরুল ইসলাম তো শুধু আমাদের বাঙালি জীবনের অঙ্গ নন। তাঁরা আমাদের জীবনের সঙ্গে সমার্থক। যখনই আমি রবি ঠাকুর বা বিদ্রোহী কবিকে নিয়ে কাজ করি, তাঁদের সৃষ্ট সাহিত্য পড়ি, একটা অন্যরকম অনুপ্রেরণা পাই। সেখান থেকেই এই অনুষ্ঠানের ভাবনা। তবে ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা, রিহার্সাল করার ধৈর্য্য, এবং মালা ও ঈপ্সিতার মত মানুষদের পাশে পাওয়া- এগুলো না হলে এই অনুষ্ঠান এতটা সফল হতো না, সে বিষয়ে আমি নিশ্চিত। এই সফলতার আনন্দ আমাদের সকলের। এই আনন্দ তাই সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। ভবিষ্যতে আরও অনেক কাজ একসঙ্গে করতে পারব, সে বিষয়ে আমি খুবই আশাবাদী।”
