মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ২৪ মে ২০২৪ ০০ : ৩১Kaushik Roy
কেউ বলছেন ঘুমোতে পারছেন না রাতে। ভয়, আতঙ্ক। কিসের? 'ওরা এসে অত্যাচার করছে'। এই 'ওরা' কারা? ভোটের আগের ঠিক ২৪ ঘণ্টা থেকে ১৪ ঘণ্টা সময়টুকু নন্দীগ্রাম ঘুরে জানা গেল, তৃণমূল, বিজেপি দুই দলের অনুগামী, কর্মীরাই ভয় পাচ্ছেন দুই দলের অনুগামীদের থেকে। তার মধ্যেই পরপর ঘটছেও খুন, ঘরে আগুন, ঘরছাড়া করানোর মতো ঘটনা। রাজ্য রাজনীতিতে নন্দীগ্রাম বহুল চর্চিত। সরকার বদলের পটভূমি হোক কিংবা বিধানসভা ভোট, নন্দীগ্রাম শিরোনামে। সেই নন্দীগ্রাম লোকসভা ভোটের আগে মোটামুটি শান্ত থাকলেও, একেবারে শেষলগ্নে এসে উত্তপ্ত। দোষারোপ, পাল্টা অভিযোগ, পুলিশের ছুটোছুটি, কড়া নিরাপত্তা, নেতাদের জ্বালাময়ী ভাষণ আর আতঙ্ক নিয়ে এখন অপেক্ষা শনিবারের, ভোটবারের। শুক্রবার সকালের দিকে রেয়াপাড়া, ঠাকুর চক, রতনপুর একেবারে শুনশান। মানুষজন রাস্তায় তেমন নেই বিশেষ। হরিপুরের তৃণমূল, বিজেপির দলীয় কার্যালয়ও ঝাঁপ বন্ধ। আঁটোসাঁটো নিরাপত্তা স্পষ্ট রাস্তাঘাট দেখেই। জায়গায় জায়গায় কেন্দ্রীয় বাহিনী, পুলিশ। যদিও ঠিক কত পুলিশ, বাহিনী মোতায়েন সেই বিষয়ে সঠিক পরিসংখ্যান দিতে নারাজ সকলেই। বলছেন, চেষ্টা করছেন, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। রেয়াপাড়ার লক্ষণ বাগ, সুনীল গিরি যদিও ভোট নিয়ে খুব একটা চিন্তিত নন। রবিনের সেলুনে খদ্দের নেই, তবে তাঁর ভয়ও নেই ভোট নিয়ে।
ভয়-আতঙ্কের কথা শুনতে পাওয়া যাচ্ছে সোনাচূড়া, মনসাবাজার এলাকায় কান পাতলে। এই মনসাবাজার এলাকাতেই খুন হয়েছেন রথীবালা আড়ি। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি সঞ্জয়। সাউথখালিতে তাঁদের বাড়িতে গিয়ে শোনা গেল চাপা ক্ষোভ। সঞ্জয়ের দুই ছেলে আত্মীয়ের বাড়িতে আপাতত। বুধবার রাতে আচমকা চিৎকার শুনে বেরিয়েছিলেন দুর্গা দলুই। তিনি বিজেপি সমর্থক। জানালেন, রাতে বাইরে গিয়ে দেখেন রথীবালার ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। সৌমেন চেড় উপস্থিত ছিলেন রথীবালা, সঞ্জয়ের সঙ্গেই। রাতে সকলে মাংস ভাত খেয়ে বুথ ঘুরতে বেরোন বলে জানা গেল। অভিযোগ, আচমকা তৃণমূলের কয়েকজন তাঁদের ওপর চড়াও হয়। যদিও তৃণমূল নেতা শেখ সুফিয়ানের মতে, গোটা বিষয়টি বিজেপির গোষ্ঠীকোন্দল। অভিষেক ব্যানার্জির সভা এবং তৃণমূল কংগ্রেসের সমর্থনে মানুষের ঢল দেখে মাথা কাজ করছে না শুভেন্দু অধিকারীর। এরমধ্যে সাউথখালিতেই বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে গিয়েছে। ভগীরথ দলুই, সুকেশ লায়ারা আজ রাত কাটাবেন চিন্তায়। বিজেপি নেতা অভিজিৎ মাইতি জানালেন, আগামিকালের ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে গেরুয়া শিবির বদ্ধপরিকর। আজ সারারাত দলীয় সমর্থকরা বুথে বুথে পাহারা দেবেন। মহিলাদের হাতে থাকবে শাঁখ। অন্যদল হামলা করলে, মহিলারা শাঁখ বাজিয়ে সংকেত দেবেন।
সাউথখালির একটু অন্যদিকে কান পাতলেই শোনা যাবে অন্য কথা। সাউথখালি চর, জেলেপাড়া সহ বেশকিছু বুথের প্রায় ৬০-৭০ জন মানুষ আশ্রয় নিয়েছেন সাউথখালির ৭ নম্বর জলপাইয়ের। অভিযোগ, তাঁরা সকলেই তৃণমূল সমর্থক, বিজেপি তাঁদের ওপর অত্যাচার করে ঘরছাড়া করেছে। উমারানি পাত্র এখনও আতঙ্কিত। বৃহস্পতিবার সকালে তাঁকে হাসুয়া, দা, ছোরা নিয়ে তাড়া করা হয়। অভিযোগের তীর বিজেপির মহিলা কর্মীদের দিকে। মাধুরী আড়ি বৃহস্পতিবার রাত থেকে বাড়ির বাইরে। মনসাবাজার এলাকায় বাড়ি তাঁর। অভিযোগ, মাঝরাতে বিজেপির প্রায় শতাধিক লোক তাঁদের ওপর চড়াও হয়। ঘর পুড়িয়ে দিয়েছে। পুড়ে গিয়েছে জামাকাপড়ও। তাঁদের সকলকে ক্যাম্পে রাখা হয়েছে ২৭৪ নম্বর বুথ এলাকায়। যদিও শুক্রবার দুপুরের ঝড় বৃষ্টিতে ক্যাম্প লণ্ডভণ্ড। ব্যবস্থা হচ্ছে পুনরায় ক্যাম্প তৈরির। সরস্বতী বাজার বিকেলে আবার সকালের মত শুনশান নয়। মানুষজন বেছে বেছে পছন্দের সবজি কিনছেন। ভোট নিয়ে কেউ কথা বলছেন জোরে, কেউ ফিসফিসিয়ে। হিসেব করছেন কোন দল কতটা ভোট পাবেন তা নিয়ে। আতঙ্ক? কেউ কেউ বলছেন, সে তো রয়েছেই। কী হবে কাল আবার! কেউ কেউ বলছেন, নন্দীগ্রামের মানুষ এসব ঝামেলায় ভয় পায় না। কাল ভোট, এটাই আসল।
নানান খবর

১ টাকায় ১০৫০ একর জমি আদানি গোষ্ঠীকে? বিহারে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

আচমকা হার্ট অ্যাটাকের আগে জানান দেয় জিভ! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন হৃদরোগের ঝুঁকি?

পুজোর আগে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা

ভারতীয় স্বামী চাই! প্রকাশ্যে প্ল্যাকার্ড হাতে তরুণীর চাঞ্চল্যকর দাবি, নেটিজেনরা বলছেন, "এই স্বপ্নের জন্য শাহরুখ খান দায়ী"

মাত্র ২৫ শতাংশ লিভার নিয়ে বেঁচে আছেন অমিতাভ, সঙ্গে যক্ষ্মার লড়াই! সুস্থ থাকতে কোন নিয়ম মেনে ৮২-তে ক্লান্তিহীন বিগ বি?

বাগান সমর্থকদের নিয়ে ভাবছেন না, পাল্টা হুঙ্কার তুর্কমেনিস্তানের ক্লাবের কোচের আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামার আগে হুঙ্কার আহাল এফকের কোচ এজিজ আন্নামুহামেদভের। সচরাচর কোনও অ্যাওয়ে দলের কোচ যা করেন না, তাই করে বসলেন তুর্কমেনিস্তানের ক্লাবের কোচ। কলকাতায় এসে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মোলিনার দলকে। দলে তাবড় তাবড় বিদেশি ফুটবলার। তারমধ্যে রয়েছে তিনজন বিশ্বকাপার। তারওপর ৫০ হাজার মোহনবাগান সমর্থকদের সামনে খেলতে হবে তাঁদের। কিন্তু বিষয়টিকে তেমন গুরুত্ব দিলেন না আহালের কোচ। বরং, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। আন্নামুহামেদভ বলেন, 'আমরা মোহনবাগান দল সম্বন্ধে জানি। ভাল ফুটবলার আছে। আমরা ট্যাক্টিকাল ফুটবল খেলব। ওদের আমাদের ডিফেন্ডার এবং ফরোয়ার্ডদের নিয়ে ভাবতে দিন। আমরা প্রথমবার এই প্রতিযোগিতায় খেলছি না। আমরা জানি সমর্থকে ঠাসা থাকবে স্টেডিয়াম। আমাদের জন্য এটা প্রথম নয়। আমরা প্রস্তুত। এর আগেও আমরা ভাল দলের সঙ্গে খেলেছি। তাই সমর্থক নিয়ে আমরা ভাবছি না। আমরা এখানে খেলতে এসেছি। নিজেদের সেরাটা দেব।' দলে কোনও বিদেশি নেই। এগারোজন স্বদেশী ফুটবলার। অলিম্পিকে খেলা অনূর্ধ্ব-২৩ জাতীয় দল থেকে ৭-৮ জন প্লেয়ার রয়েছে দলে। তুর্কমেনিস্তানের জাতীয় দলের ৫-৬ জন ফুটবলার রয়েছে। সুতরাং, বিদেশিহীন হলেও, হেলাফেলা করার মতো দল নয়। আহালের কোচ জানিয়ে দিলেন, তিন পয়েন্ট নিয়ে দেশে ফেরার লক্ষ্যেই তাঁরা এসেছেন। বিদেশিহীন দল নিয়ে বাগানের তারকাখচিত দলের বিরুদ্ধে নামতে কোনও ভয়ডর নেই। আন্নামুহামেদভ বলেন, 'আমরা নিজেদের দেশের ফুটবলের উন্নতি চাই। তাই বিদেশি ফুটবলার আনার কোনও প্রয়োজন নেই। আমাদের দেশে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে। আমরা ওদের তৈরি করতে চাই।' দু'মাস আগে এএফসির প্রস্তুতি শুরু করে দিয়েছে আহাল এফকে। প্রস্তুতিস্বরূপ ট্রেনিং ক্যাম্প হয়েছে। স্থানীয় দলের বিরুদ্ধে তিনটে ম্যাচ খেলেছে। মোহনবাগানের খেলা নিয়ে ভিডিও অ্যানালিসিস হয়েছে। সবরকম হোমওয়ার্ক সেরে এসেছে তুর্কমেনিস্তানের ক্লাব। দুই দেশের পরিবেশের মধ্যে বিশেষ পার্থক্য নেই। তবে কলকাতায় আর্দ্রতা বেশি। কিন্তু আহালের কোচের দাবি, এটা কোনও পার্থক্য গড়ে দেবে না। ১২ সেপ্টেম্বর কলকাতায় চলে এসেছে তুর্কমেনিস্তানের দল। মাঠ নিয়েও খুশি। এলমান তাগায়েভ বলেন, 'আমরা প্রস্তুত। সতীর্থরা তৈরি। আমরা জানি মোহনবাগান ভারতের চ্যাম্পিয়ন ক্লাব। শক্তিশালী দল। আমরা ওদের সম্বন্ধে হোমওয়ার্ক করেছি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি।' মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য প্রস্তুত তুর্কমেনিস্তানের ক্লাব।

সারা দেহে ৪০ হাজার মৌমাছি বসে আছে, অথচ হুল ফোটাচ্ছে না! মধুকরদের 'বশ' করে বিশ্বকে চমকে দিলেন রাজেন্দ্র

নেহালের অভিযোগে ‘বিগ বস ১৯’-এ বিস্ফোরক আমাল! অনু মালিকের ‘মি টু’ বিতর্ক টেনে পরিবারের কোন গোপন কীর্তি ফাঁস করলেন?

এসি কামরায় দেদার ধূমপান! প্রতিবাদ করতেই মহিলা যা করলেন, ছিঃ ছিঃ পড়ল নেটপাড়ায়

আত্মবিশ্বাসী মোলিনা, এশিয়ায় নিজেদের প্রমাণ করার পালা 'ভারতসেরা' মোহনবাগানের

সুন্দরবন ঘুরতে যাবেন? এবার থেকে মানতে হবে এই নির্দেশিকাগুলি

হার্টের বন্ধু! বশে রাখে প্রেশার-সুগার, এই চেনা সবজির রস খেলেই ওজন নিয়ে কমবে দুশ্চিন্তা

মণ্ডপে অন্য বর! ছবি মিলিয়ে পর্দাফাঁস, শেষ মুহূর্তে বিয়ে ভাঙল কনেপক্ষ

‘রক্তারক্তি’ কাণ্ড! আইনি লড়াইয়ের ঘোষণা জিতুর! কার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা অভিনেতার??

'চলো বিয়ে করে নিই', প্রেমিককে রাজি করাতে ৬০০ কিলোমিটার পাড়ি, প্রেমিকাকে মেরে গাড়িতে ভরে দিলেন শিক্ষক

ভারতের শক্ত গাঁট তারা, এশিয়া কাপে বড় ধাক্কা খেল এই দল, কী হল?

হাতে কামড়ে দিয়েছিল চোর, 'ছোটখাটো' চোট বলেছিলেন চিকিৎসকরা, একবছর পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ!

‘সূর্যকুমার সবকিছুর উত্তর দিয়ে দিয়েছে’, করমর্দন কাণ্ডে সাফ সাফ জানিয়ে দিলেন সৌরভ, কী বললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

দেশের কোন জনপ্রিয় সুপারমডেল ইচ্ছামতো ‘ব্যবহৃত’ করেছিলেন বরুণ ধাওয়ানকে? গোপন অধ্যায় প্রকাশ্যে এই প্রথমবার খুললেন বলি-তারকা!

প্রথমবার বিদেশে যাচ্ছেন? কোন কোন বিষয় মাথায় রাখলে ঝক্কি পোহাতে হবে না?

'একদিন বাড়িতে এসো', বাড়িতে ডেকে সাইকেলের চেন দিয়ে মারধর, যুবকের গোপনাঙ্গে পরপর পিন ফুটিয়ে দিলেন যুবতী, ভিডিও করলেন স্বামী

'ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না পাকিস্তান', আফ্রিদিদের দেখে ভীষণ হতাশ শোয়েব

তাবু থেকে চলছে নেপালের সুপ্রিম কোর্ট! বদলে যাচ্ছে তারিখের পর তারিখ, দেশজুড়ে খালি অনিশ্চয়তার ছায়া

মানসীর ছেলে অধ্যায়ের অন্নপ্রাশনের জমজমাট অনুষ্ঠান